বদলে গেল মেট্রো ভাড়া, রুবি পর্যন্ত দেখে নিন নতুন ভাড়ার তালিকা

Antara Nag

Published on:

Advertisements

মাকড়সার জালের মতো কলকাতার চারপাশে ছেয়ে যাচ্ছে মেট্রো রেল (Kolkata Metro Railway)। ইস্ট-ওয়েস্ট (East West Metro) আগেই হয়েছিল। বাইপাসের কিছুটা অংশে এখনও জোরকদমে মেট্রোর কাজ চলছে। এরমধ্যেই রুবি (Ruby) পর্যন্ত মেট্রো পরিষেবার কথা ঘোষণা করা হল। এবার দক্ষিণেশ্বর (Dakshineswar Metro) থেকেও কবি সুভাষ (Kavi Subhash) হয়ে এক মেট্রোতেই আসা যাবে রুবি এলাকায়।

Advertisements

শনিবার মেট্রোরেল ভবনে সাংবাদিক বৈঠক করে এই নতুন রুটের ভাড়াও (Fare Chart) ঘোষণা করলেন মেট্রোরেলের (Kolkata Metro Railway) জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। তবে কবে থেকে এই রুটে মেট্রো চালু হবে, তা জানানো হয়নি এখনও। এর পাশাপাশি গত অর্থবর্ষে কলকাতা মেট্রোরেলের আয়ের হিসেব দিলেন তিনি। যা অনেকটা বেড়েছে বলেই দাবি করেছেন পি উদয় কুমার।

Advertisements

জানা গেছে, এপ্রিল মাসের মধ্যেই নিউ গড়িয়া থেকে রুবি লাইনের পরিষেবা চালু হয়ে যেতে পারে। ন্যূনতম ভাড়া ৫ টাকাই থাকছে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে গেলে সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। তবে, নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশন প্রথম কোনও জংশন মেট্রো স্টেশন হতে চলেছে।

Advertisements

আমরা জানি যে, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অবধি মেট্রো স্টেশন চলে। সেই মেট্রোর সঙ্গে কানেক্ট হয়ে যাবে নিউ গড়িয়া থেকে রুবি। যে নিয়ম করা হচ্ছে তাতে, একবার টিকিট কেটেই যাত্রীরা দুবার মেট্রোয় (Kolkata Metro Railway) চড়তে পারবেন। মাঝে আর টিকিট কাটার কোনও প্রয়োজন পড়বে না। সেদিক থেকে কাউকে একবার মেট্রো বদল করে টালিগঞ্জ থেকে রুবি আসতে গেলে তার ভাড়া পড়বে ৩৫ টাকা।

তাছাড়া এসপ্ল্যানেড, চাঁদনি, কালীঘাটের মত স্টেশনগুলি থেকে ৪০ টাকা দিতে হবে এবং দক্ষিণেশ্বর থেকে দমদম সরাসরি রুবি যেতে গেলে, মাঝে কবি সুভাষে একবার থেমে তাকে ৪৫ টাকা দিতে হবে। এই রেট চার্ট এখনও পর্যন্ত ঠিক হয়েছে।

Advertisements