Metro Rail Services: গভীর রাতের মেট্রো পরিষেবা, পুজো উপলক্ষে বদলালো নিয়ম

Prosun Kanti Das

Published on:

Advertisements

Metro Rail Services: গভীর রাতের মেট্রো পরিষেবা, পুজো উপলক্ষে বদলালো নিয়ম।কলকাতায় মেট্রো পরিষেবা (Metro Rail Services) চালু হওয়ার পর থেকেই যাতায়াত অনেকটা সুবিধাজনক হয়ে গেছে। কিন্তু পুজোর সময় একটা সমস্যা দেখা দেয়। যেহেতু মেট্রোপরিষেবা খুব বেশি রাত পর্যন্ত চালু থাকে না, তাই পুজোর সময় রাত করে ঠাকুর দেখে বাড়িতে আসার সময় পাওয়া যায় না মেট্রোপরিষেবা। সমস্যায় পরেন অনেক যাত্রী। কিন্তু এই সময়টাই মেট্রো পরিষেবা সবথেকে বেশি প্রয়োজনীয় বলে মনে করেছে কর্তৃপক্ষ। তাই বদলানো হল বেশ কিছু নিয়ম। পূজো উপলক্ষে মেট্রো পরিসেবা পাওয়া যেতে পারে গভীর রাত পর্যন্ত।

Advertisements

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পুজোর কটা দিন অনেক বেশি রাত পর্যন্ত মেট্রো পরিষেবা (Metro Rail Services) পাওয়া যাবে। চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত মোট ২৮৮ টি ও সপ্তমী থেকে নবমী পর্যন্ত মোট ২৪৮ টি সার্ভিস অ্যাভেলেবল থাকবে। এবং দশমীর দিন মোট ১৭৪ টি, একাদশীতে ১৩০ টি, দ্বাদশী এবং ত্রয়োদশীতে মোট ২৩৬ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

Advertisements

দমদম লাইনে চতুর্থী ও পঞ্চমীতে মেট্রো চালু হবে সকাল ৬:৫০ মিনিট থেকে। চালু থাকবে রাত দশটা চল্লিশ মিনিট পর্যন্ত। ষষ্ঠীর দিন সকাল ছয়টা পঞ্চাশে মেট্রো পরিষেবা চালু হবে এবং রাত বারোটা পর্যন্ত তা জনসাধারণের জন্য খোলা থাকবে। এরপর দিন অর্থাৎ সপ্তমী থেকে নববী পর্যন্ত মেট্রো পরিষেবা (Metro Rail Services) চালু হবে সকাল ১২:৫৫ মিনিটে শেষ হবে রাত ১২:০০ টায। অর্থাৎ পুজোর কটা দিন রাত করে ঠাকুর দেখে বাড়ি ফেরা নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হবে না কলকাতাবাসীকে।

Advertisements

আরো পড়ুন: পূজার মুখে নতুন ট্রেন, তাও আবার একসাথে দু জোড়া

শিয়ালদা মেট্রো থেকে চতুর্থ থেকে ষষ্ঠী পর্যন্ত মোট ১০৬ টি মেট্রো পরিষেবা (Metro Rail Services) পাওয়া যাবে। এই পরিষেবা চালু হবে সকাল ৬:৫৫ থেকে এবং শেষ হবে রাত ৯:৪০ মিনিটে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত ৬৪ টি পরিষেবা পাওয়া যাবে। যা চালু হবে দুপুর ১:০০ টা থেকে এবং শেষ হবে রাত ১১:৪০ মিনিটে। দশমীর দিন ২০ মিনিট অন্তর অন্তর মোট ৪৮টি পরিষেবা থাকবে। সকাল ১:০০ টা থেকে রাত ৯:৪৫ মিনিট পর্যন্ত। এরপর একাদশীতে সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। দ্বাদশী থেকে আবারও স্বাভাবিক নিয়মেই চলবে মেট্রো পরিষেবা।

হাওড়া লাইনে মেট্রো পরিষেবার (Metro Rail Services) ক্ষেত্রে চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত মোট ১০৮ টি পরিষেবা চালু থাকবে। সকাল ৭:০০ টা থেকে রাত ৯:৫৪ মিনিট পর্যন্ত এই পরিষেবা ব্যবহার করা যাবে। সপ্তমি থেকে নবমি পর্যন্তও মোট ১১৮ টি পপরিষেবা থাকবে। কিন্তু সময় কিছুটা পিছোবে। দুপুর ১:৩০ থেকে রাত ১:৪৫ মিনিট পর্যন্ত পাওয়া যাবে মেট্রো রেল পরিষেবা। দশমীর দিন মোট ৮০ টি সার্ভিস চালু থাকবে। দুপুর ২:০০ টো থেকে রাত ৯:৪০ মিনিট পর্যন্ত। জোকা মাঝরহাট লাইনে মোট ১৮ টি পরিষেবা চালু থাকবে। সকাল ৮ টা ৩০ থেকে রাত ৩:৩৫ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। সপ্তমী থেকে একাদশী পর্যন্ত আর কোন মেট্রো পরিষেবা চালু থাকবে না। দ্বাদশী থেকে আবারও স্বাভাবিক নিয়মে চলবে।

Advertisements