ভারতে করোনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ, ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সাথে সাথে ভারতেও বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এমত অবস্থায় করোনাভাইরাসকে ‘বিপর্যয়’ ও ‘নোটিফায়েড ডিজাস্টার’ বলে ঘোষণা করল কেন্দ্র। পাশাপাশি করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র সরকার। শনিবার এমন ঘোষণা করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দপ্তরের তরফ থেকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এদিন টুইট করে জানানো হয়েছে, “কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে COVID-19 ভাইরাসের মৃত ব্যক্তিদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্যগুলির কাছে সাহায্য চাওয়া হয়েছে। প্রয়োজনীয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ভাইরাস সংক্রমণ ঠেকাতে আর্থিক সাহায্য দেওয়া হবে।”

ভারতে ইতিমধ্যেই এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩। শনিবার নতুন করে মহারাষ্ট্রে দুজনের দেহে এই ভাইরাসের সংক্রমণ মিলেছে। লখনৌতে আরও একজনের দেহে মিলেছে সংক্রমণ। আর এই ভাইরাসের সংক্রমণ নিয়ে শনিবার সন্ধ্যায় একটি বৈঠক রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার। ভারতের যে সকল ব্যক্তিদের শরীরে এই ভাইরাসের সংক্রমণ মিলেছে তাদের মধ্যে ৬৬ জন ভারতীয় নাগরিক, ১৭ জন বিদেশি।

ইতিমধ্যেই এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গ সরকার আগামী ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দিল্লি ও হরিয়ানা সরকার এই ভাইরাসের সংক্রমণকে মহামারী ঘোষণা করেছে। মহারাষ্ট্র ও কর্নাটকে সমস্ত রকম সুইমিংপুল, প্রেক্ষাগৃহ, স্কুল কলেজ, পার্ক বন্ধ রাখার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে।