করোনা ঠেকাতে নয়া গাইডলাইন জারি করলো কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশ প্রতিনিয়ত করোনা সংক্রমণ থেকে মুক্তির দিকে এগোলেও বর্তমানে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন স্ট্রেন। আর এই নতুন স্ট্রেনের বাড়বাড়ন্তের মাঝেই সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে করোনা সংক্রান্ত নয়া গাইডলাইন প্রকাশ করা হলো। নতুন এই গাইডলাইন চলবে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।

Advertisements

নতুন গাইডলাইন অনুযায়ী কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কনটেইনমেন্ট জোনের সীমা নির্ধারণের প্রক্রিয়া জানুয়ারি মাসেও বজায় থাকবে। আর এই কনটেইনমেন্ট জোনগুলিতে কেন্দ্র সরকারের তরফ থেকে উল্লেখ করে দেওয়া কঠোর অনুশাসন মেনে চলতে হবে।

Advertisements

পাশাপাশি জানানো হয়েছে, ভারতের নতুন আক্রান্তের সংখ্যা এবং সক্রিয় আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। কিন্তু বিশ্বজুড়ে এই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ব্রিটেনে খোঁজ পাওয়া নতুন করোনা স্ট্রেনের জেরে নিরাপত্তা আরও কড়াভাবে প্রয়োগ করা হচ্ছে। সুতরাং সতর্ক থাকা এবং রোগ আটকানো গুরুত্বপূর্ণ পর্ব। যাতায়াত থেকে কাজের জায়গায় কড়াভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি।

Advertisements

মোটের উপর কেন্দ্র সরকারের তরফ থেকে লকডাউন জারি করার পর আনলক পর্যায়ে ধাপে ধাপে একাধিক ক্ষেত্রকে ছাড় দেয় স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। কিন্তু জানুয়ারি মাসের জন্য যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তাতে নতুন কিছু সংযোজন বা বেশি ছাড় দেওয়ার কথা উল্লেখ করেনি। বরং সরকারের নিয়মাবলীতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, রোগ আটকাতে নাগরিকদের আরও সতর্ক হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Advertisements