মুসলিম দেশ থেকে আসা ৫ রাজ্যের শরণার্থীদের নাগরিকত্ব প্রদান, পদক্ষেপ কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একাধিকবার উত্তাল হয়েছে দেশ। বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দল এই সংশোধনী আইনের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে। তবে এরই মাঝে তিন মুসলিম দেশ থেকে আসা পাঁচ রাজ্যের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিলো কেন্দ্র। শুক্রবার এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisements

Advertisements

সংশোধনী নাগরিকত্ব আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান এবং জৈনদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই সকল শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জানানোর ঘোষণা করেছে মোদি সরকার। সংশোধনী আইনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

Advertisements

[aaroporuntag]
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, কেন্দ্র সরকার আপাতত দেশের পাঁচ রাজ্য গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করবে। এই পাঁচ রাজ্যের ১৩ জেলায় বসবাসরত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের থেকে ধর্মীয় কারণে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান এবং জৈনদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

Advertisements