নতুন বছরে দুর্দান্ত ফিচার নিয়ে হাজির Mi 10i 5G

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই Xiaomi হাজির মেড ইন ইন্ডিয়া Mi 10i 5G ফোন নিয়ে। একাধিক দুর্দান্ত ফিচার যুক্ত এই ফোনটির বিপুল চাহিদা বাড়বে ভারতে এমনটাই মনে করছেন সংস্থা এবং টেক বিশেষজ্ঞরা। ৫ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হলো এই ফোনটি। ফোনটিতে দুর্দান্ত ফিচারের পাশাপাশি থাকছে কালার ভেরিয়েন্ট।

Advertisements

Xiaomi-র ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর মানু কুমার জৈন দাবি করেছেন, “Xiaomi-র Mi 10i 5G মডেলে (i) রাখা হয়েছে মেড ইন ইন্ডিয়াকে গুরুত্ব দিতেই। (i) এর অর্থ হলো ফোনটি ভারতে তৈরি করা হয়েছে।”

Advertisements

ফিচার

Advertisements

প্রসেসর : octa-core Qualcomm Snapdragon 750G 750G প্রসেসর।

5G : ফোনটিতে রয়েছে 5G।

ক্যামেরা : ১০৮ MP ক্যামেরা, ১৬ MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। রয়েছে একটি সার্কুলার ক্যামেরা।

অপারেটিং সিস্টেম : Android 11-বেসড সংস্থার নিজস্ব MIUI ১২.৫ স্কিন অপারেটিং সিস্টেম থাকছে ফোনটিতে।

ডিসপ্লে : ৬.৬৭ ইঞ্চির ফুল HD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz।

ব্যাটারি : ৪৮২০ mAh ব্যাটারি থাকছে ফোনটিতে। পাশাপাশি থাকছে ৩৩ W ফাস্ট চার্জিং।

র‍্যাম : ৬ জিবি র‍্যামের সাথে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৫১২ জিবি এক্সপেন্ডেবল মেমোরি।

দাম : ২০,৯৯৯ টাকায় মিলবে ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ২১,৯৯৯ টাকায় মিলবে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ২৩,৯৯৯ টাকায় মিলবে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ।

Advertisements