নিজস্ব প্রতিবেদন : জুন মাসের ২৯ তারিখ চিনা অ্যাপ নিষিদ্ধের প্রথম পদক্ষেপ নিতে দেখা যায় ভারত সরকারকে। প্রথম দফায় দেশে বিপুল জনপ্রিয় টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ হয়। এরপর দফায় দফায় চলতে থাকে চিনা অ্যাপের উপর কেন্দ্র সরকারের ডিজিটাল স্ট্রাইক। ২৯ তারিখের পর জুলাই মাসে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে ৪৭টি ক্লোন চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়। এরপরেও চলতে থাকে চিনা অ্যাপ নিষিদ্ধের পদক্ষেপ। নতুন করে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে ভারতে ১৫ টি চিনা অ্যাপ ব্যান করা হলো।
বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সকল অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়। নতুন করে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির তালিকায় রয়েছে জনপ্রিয় Mi Browser। এছাড়াও রয়েছে MeiPai, AirBrush, BoXxCAM, Baidu Search, Search Lite-এর মতো আরও কয়েকটি চিনা অ্যাপ। এক্ষেত্রে বাকি অ্যাপগুলি নিষিদ্ধ নিয়ে কোনো মাথাব্যথা না থাকলেও মাথাব্যথা Mi Browser নিয়ে। কারণ এই ব্রাউজারটি Xiaomi, Redmi এবং Poco স্মার্টফোনে ইনবিল্ট থাকে। আর ভারত সরকারের এই সিদ্ধান্তের পর এই সকল সংস্থার ফোন বিক্রির উপর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারত সরকারের তরফ থেকে এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করার কারণ হিসাবে জানানো হয়েছে দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে এই সকল অ্যাপগুলি। ভারতীয়দের ব্যক্তিগত তথ্য, সার্চ হিস্ট্রি ইত্যাদির ওপর নজর রাখা এবং তথ্য চুরি করা ইত্যাদি অভিযোগ এর আগেও একাধিকবার উঠেছে চিনা সংস্থাগুলির বিরুদ্ধে। আর এই সকল সংস্থাগুলির তালিকায় রয়েছে Xiaomi-র নামও। তবে এই Mi Browser অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার পর কিভাবে ফোন থেকে তা বন্ধ হবে সেটাই এখন দেখার।