বাজারে এলো Tata Nano-র চেয়েও ছোট ইলেকট্রিক গাড়ি, অবাক করা ব্যাটারি ব্যাকআপ

SHARMISTHA CHATTERJEE

Published on:

Advertisements

আপনি কি একটু ছোট সৌখিন গাড়ি পছন্দ করেন? তাহলে আপনার জন্য চলে এসেছে সুখবর! গাড়ির এক্কেবারে ক্ষুদ্র সংস্করণ মাইক্রোলিনো পদার্পণ করেছে গাড়ির জগতে। যা আপনাকে দিতে পারে এক্কেবারে চার্জের সুবিধা সাথে সাথে একেবারে সরু গলিতেও প্রবেশ করার সুবিধা। টাটা ন্যানোর থেকেও ক্ষুদ্র এই গাড়িটি সমস্ত দিক দিয়ে অত্যন্ত উন্নতমানের পরিষেবা প্রদান করবে। ছোট গাড়ি বলে ভয় পাবেন না। গাড়িটি আকারে ছোট হলেও চারটি চাকা সহ গাড়িতে রয়েছে সমস্ত উন্নত মানের পরিষেবা।

Advertisements

মাইক্রোলিনো নামক গাড়িটি ইলেকট্রিক গাড়ি বাজারে পদার্পণ করার আগেই ইতিমধ্যেই ৩০,০০০ বুকিং হয়ে গিয়েছে। এ থেকেই থাউর করা যায় গাড়িটি ঠিক কতটা জনপ্রিয়তা লাভ করবে। সুইস ডিজাইনের ওপর তৈরি করা এটি একটি বিদ্যুৎ চালিত গাড়ি। একেবারে চারদিক থেকে কাভার করা গাড়িটি দেখতে বেশ আধুনিক। বিদ্যুৎ চালিত এই গাড়িতে রয়েছে ২৩০ লিটারের ট্যাঙ্ক স্পেস। ছোট এই গাড়িটিতে মাত্র দুজন যাত্রী বসতে পারবেন।

Advertisements

৫৩৫ কিলো ওজনের এই গাড়িটি একবার চার্জ দিলে ২৩৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। আবার এই গাড়ির অন্য একটি সুবিধা হল প্রতি ঘন্টায় গাড়িটির ৯০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যারা শহরের ভেতরে এই গাড়িটি চালাবেন তারা মাত্র একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত চার্জ থাকবে গাড়িটিতে।

Advertisements

Class L7e ধরনের ইউরোপের একটি গাড়ির মডেল যেখানে রয়েছে একটি ইউনি বডি চেসিস, ছোট ব্যাটারি ও কার্বন ফুটপ্রিন্ট। গাড়িটির অধিকাংশই ইউরোপে নির্মিত হয়েছে। জানা গিয়েছে গাড়িটির বুকিং ইতিমধ্যেই প্রায় ৩০,০০০ ছাপিয়ে গিয়েছে। মূলত সুইজারল্যান্ডের মার্কেট এই গাড়িটি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

গাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা। ইউরোপে গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ১০ লাখ টাকা। কিছুদিনের মধ্যেই গাড়িটি ইউরোপের বিভিন্ন স্থানে এবং সুইজারল্যান্ডে ডেলিভারি শুরু হয়ে যাবে কোম্পানি তরফ থেকে।

Advertisements