নিজস্ব প্রতিবেদন : চাইনিজ সংস্থার ফোনগুলিকে টেক্কা দিতে এবার নতুন রূপে নতুন সাজে বাজারে ফিরছে Micromax। তারা বাজারে In সিরিজের নতুন ফোন নিয়ে আসছে। আগেই জানা গিয়েছিল এই ফোনগুলি নভেম্বর মাসে লঞ্চ হবে। জানা যাচ্ছে আগামী ৩ নভেম্বর এই সিরিজের ফোন উপলব্ধ হয়ে যাবে বাজারে।
একসময় ভারতের বাজারে Micromax এর ফোনের চাহিদা বিপুল ছিল। কিন্তু দেখতে দেখতে এটা কোথায় যেন ভ্যানিশ হয়ে যায়। যার পর এবছর লকডাউন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর হওয়ার ডাক দেন। অন্যদিকে চীনা পণ্য বর্জনের ডাক ওঠে দেশজুড়ে। এরই মধ্যে সরকারি সাহায্যে বাজারে ফিরছে এই ভ্যানিশ হয়ে যাওয়া সংস্থা Micromax। বাজারের তারা In সিরিজের দুটি ফোন Micromax IN 1 ও Micromax IN 1a আনতে চলেছে।
Micromax IN 1 : এই ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি HD প্লাস ডিসপ্লে। ৫০০০ mAh-এর ব্যাটারি। রয়েছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। এতে রয়েছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। প্রাইমারি ক্যামেরা ১৩+২ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। দাম এখনো সঠিকভাবে জানা না গেলেও আনুমানিক ৭ হাজার টাকা হতে পারে।
Micromax IN 1a : এই ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি HD প্লাস ডিসপ্লে। ৫০০০ mAh-এর ব্যাটারি। থাকছে ২.৩০ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক হেলিও জি-৮৫ প্রসেসর। এতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। পিছনের ক্যামেরা ১৩+৫+২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। দাম আনুমানিক ১৫ হাজার টাকা হতে পারে।