Mid Day Meal New Menu: বদলে গেল মিড ডে মিলের মেনু, এবার গরমে পড়ুয়াদের পাতে পড়বে ঠান্ডা ঠান্ডা কুল কুল প্রোডাক্ট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক পড়ুয়া যাতে ভর্তি পেটে পড়াশোনা করতে পারে তার জন্য চালু করা হয়েছে মিড ডে মিল (Mid Day Meal) ব্যবস্থা। মিড ডে মিল ব্যবস্থার মধ্য দিয়ে স্কুলের মধ্যেই পড়ুয়াদের পেট ভরানোর জন্য ভাত, ডাল সহ রুটিন অনুযায়ী ডিম ও অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়। পড়ুয়াদের পেট ভরানোর পাশাপাশি পুষ্টির জন্য বিভিন্ন রকমের খাবার দেওয়া হয়ে থাকে। আবার সময়ের পরিপ্রেক্ষিতে সেই সকল খাবারে পরিবর্তনও আনা হয়।

Advertisements

গরমে যাতে পড়ুয়াতের শরীর ঠিকঠাক থাকে তার জন্য রাজ্যের বহু স্কুলে দেখা গিয়েছে মরসুমি খাদ্য সামগ্রী পড়ুয়াদের পাতে তুলে দিতে। কখনো দেখা গিয়েছে কাঁচা আম দিয়ে টক ডাল তুলে দিতে তো আবার কখনো দেখা গিয়েছে গ্রীষ্মকালে শরীর সুস্থ রাখার জন্য পুষ্টিকর খাবার তুলে দিতে। তবে এবার পড়ুয়াদের মিড ডে মিলের পাতে যে খাবার তুলে দেওয়া হচ্ছে তা একেবারেই নতুন (Mid Day Meal New Menu)। বলা যেতে পারে এমন আয়োজন আগে কখনো হয়নি বললেই চলে।

Advertisements

মিড ডে মিলের সঙ্গে ভাত, ডাল, ডিম এবং অন্যান্য শাকসবজি দেওয়ার পাশাপাশি এবার এমন একটি খাবার পড়ুয়াদের দেওয়া হচ্ছে যা প্রত্যেক ক্ষুদেদের কাছে প্রিয়। এমনকি ওই খাবার এতটাই যাদের প্রিয় যে হামেশাই বাবা মায়ের কাছে তারা ওই জিনিসটির জন্য আবদার করে থাকেন, ঝোঁক করে থাকেন। আসলে এবার মিড ডে মিলের খাওয়া দাওয়া শেষে পড়ুয়াদের আইসক্রিম দেওয়ার বন্দোবস্ত করা হয়।

Advertisements

আরও পড়ুন ? Mid Day Meal corruption: রাজ্য নয়, স্কুলের মধ্যেই মিড ডে মিল নিয়ে দুর্নীতি! প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের হাতাহাতি

তীব্র গরমে মিড ডে মিল খাওয়ার পর আইসক্রিম তুলে দেওয়ার এমন বন্দোবস্ত করা হয় পুরুলিয়ার একটি স্কুলে। পুরুলিয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত সিন্দরি চাষ রোড উচ্চ বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এমন আয়োজন করা হয়। গত শনিবার স্কুল কর্তৃপক্ষ এমন আয়োজন করেছিল। মিড ডে মিলের পর স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা আইসক্রিমের খেলা গাড়ি থেকে বিনামূল্যে আইসক্রিম দেওয়ার ব্যবস্থা করা হয়।

একেই তীব্র গরম, অন্যদিকে খুদেদের প্রিয় খাবার আইসক্রিম হাতে পাওয়া মাত্রই স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা হয়ে উঠেন ওই স্কুলের পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষেরও উদ্দেশ্য এটাই ছিল। তাদের উদ্দেশ্য ছিল পড়ুয়াদের গরম থেকে স্বস্তি দেওয়ার পাশাপাশি মুখে হাসি ফোটানো। সেই উদ্দেশ্য ১০০% সফল।

Advertisements