Urban Electrical Bike: পেট্রোলের পিছনে কেন জলের মত টাকা ঢালবেন! বাড়ি আনুন ভালো মাইলেজের টাটার ইলেকট্রিক বাইক

Prosun Kanti Das

Published on:

Advertisements

The mileage of this new electric bike will surprise you: দু চাকার বাজারে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে নয়া সংস্থার এই ইলেকট্রনিক বাইকটি (Urban Electrical Bike)। ইলেকট্রনিক মোটরসাইকেলের দুনিয়াতে তাক লাগানোর জন্য এটি যথেষ্ট। বাজারে ইতিমধ্যেই হাজির হয়ে গেছে পুনে ভিত্তিক স্টার্ট-আপ সংস্থা Tork Motors এর নতুন Kratos R Urban ভেরিয়েন্ট। নয়া এ সংস্থাটি দাবি করেছে, আগের মডেলের থেকে নতুন মডেলটি ৪২ হাজার টাকা সস্তা হবে। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে এদেশে বেশ কয়েক বছর ধরেই রমরমা ব্যবসা দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল মোটরসাইকেল এর। বিভিন্ন কোম্পানি মার্কেটে নিয়ে আসছে ইলেকট্রিক্যাল বাইক, যার মধ্যে একটির নাম Tork Motors।

Advertisements

জানলে অবাক হয়ে যাবেন ২০১৯ সালে এই স্টার্টআপ কোম্পানিতে বিনিয়োগ করেছেন টাটা গ্রূপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা। সম্প্রতি এই নতুন সংস্থাটি যে বাইক এনেছে তার দাম রাখা হয়েছে ১.৬৭ লাখ টাকা (এক্স-শোরুম)। বাইকটিতে (Urban Electrical Bike) রয়েছে আশ্চর্য করা মাইলেজ এবং অত্যাধুনিক ফিচার্স, এমনটাই দাবি করেছে সংস্থাটি। এদেশের শহরতলীতে যাতায়াত করার জন্য আদৌ কতটা সুরক্ষিত এই ধরনের বাইক?

Advertisements

ইতিমধ্যেই এই সংস্থাটি মার্কেটে Tork Kratos R Urban ভেরিয়েন্ট এর ৩টি রং লঞ্চ করেছে। যেমন – রেড, ওসিয়ান ব্লু এবং মিডনাইট ব্ল্যাক। কি কি অত্যাধুনিক ফিচারস থাকছে এই বাইকটিতে (Urban Electrical Bike)? ব্যাটারিচালিত এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৪ kwh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, সর্বোচ্চ ১২ হর্সপাওয়ার এবং ৩৮ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে এই বাইক। কোম্পানি দাবি করেছে যে, সিঙ্গেল চার্জে এই বাইকটি ১০০ কিলোমিটার রেঞ্জ দেবে নিঃসন্দেহে। এই নতুন ইলেকট্রনিক বাইকটির সর্বোচ্চ গতি সিটি মোডে ৭০ কিমি প্রতি ঘণ্টা।

Advertisements

Tork Motors তাদের অত্যাধুনিক ফিচারসযুক্ত বাইকের দ্বারা ক্রেতাদের মধ্যে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। অফার চলাকালীন বাইকটি (Urban Electrical Bike) আপনারা পেয়ে যাবেন মাত্র ২০,০০০ টাকায়। Tork Motors এর পক্ষ থেকে যে অফার রাখা হয়েছে তাতে আপনারা পেয়ে যাবেন একাধিক রাইডিং মোড ইকো, সিটি ও স্পোর্টস, রিভার্স মোড, ফাস্ট চার্জিং, ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন, অ্যান্টি থেফট সিস্টেম, লাইভ ট্র্যাকিং, OTA আপডেট, চার্জিং পয়েন্ট লোকেশন ইত্যাদি।

ক্রেতাদের সুবিধার্থে এই নতুন কোম্পানিটি দাবি করেছে যে, বাইকের ফিচার্সগুলি যদি কেউ জীবনভর ব্যবহার করতে চান তাহলে বাইক কেনার ৬ মাসের মধ্যে এই অফার প্যাক নিতে হবে। কিভাবে বুক করবেন এই ইলেকট্রনিক বাইক? প্রথমেই আপনাকে যেতে হবে Tork Motors এর অফিশিয়াল ওয়েবসাইটে। সেখানে ৯৯৯ টাকা টোকেন মূল্যের বিনিময়ে আপনি ইলেকট্রিক বাইকটি বুকিং করতে পারবেন। নতুন এই ইলেকট্রিক বাইক সম্পর্কে কি বলেছেন কোম্পানি সিইও? এই বাইকে যেসমস্ত স্মার্ট ফিচার্স আছে তা ক্রেতাদের নিত্যদিনের সমস্ত রকম চাহিদা পূরণ করতে পারবে। এছাড়া সুবিধা বাড়াতে হলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই সুযোগও বেছে নিতে পারবেন।

Advertisements