বাতি লাগানো গাড়ি ছেড়ে স্কুটি চালিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন মন্ত্রী বীরবাহা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের তৃতীয় সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন একাধিক মুখ যারা সদ্য রাজনীতির আঙ্গিনায় পা রেখে বিধায়ক হয়েছেন। আর এই সকল সদ্য বিধায়কদের মধ্যে অন্যতম মন্ত্রী হলেন ঝাড়গ্রামের বীরবাহা হাঁসদা। তিনি সদ্য বনদপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর এই দায়িত্ব বুঝে নেওয়ার পর তিনি বর্তমানে নিজের বাড়িতে ফিরে এসেছেন।

Advertisements

তবে এরই মাঝে সদ্য মন্ত্রীদের দায়িত্ব পাওয়া এই প্রাক্তন সাঁওতালি নায়িকাকে দেখা গেল ভিন্নরূপে। মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরেই সরকারিভাবে তাকে বাতি লাগানো গাড়ি দেওয়া হলেও সেই গাড়ি ছেড়ে বুধবার সকাল থেকে তাকে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে দেখা গেল নিজের স্কুটি করে। মূলত বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সচেতনতা বাড়ানোর জন্যই তার দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়া। আর এই কাজ বাতি লাগানো গাড়ি চেপে সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

Advertisements

এলাকার বিভিন্ন প্রান্তে এই ভাবে ঘুরে বেড়ানোর পাশাপাশি তিনি এদিন একটি স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা আয়োজিত রক্তদান শিবিরেও যান স্কুটি চালিয়েই। আর এদিনের সফরে তার সঙ্গী ছিলেন তার ছোট বোন বুরুনুকুই হাঁসদা। সাথে আর কাউকে অর্থাৎ কোনো রকম নিরাপত্তারক্ষী লক্ষ্য করা যায়নি।

Advertisements

[aaroporuntag]
তার এই ভাবে রাস্তায় বেরিয়ে পড়া বা সাধারণ মানুষের মতো জীবনযাপন সম্পর্কে তিনি জানিয়েছেন, “আগেই যেমনভাবে সাধারণ মানুষদের সাথে মেলামেশা করতাম, মন্ত্রী হওয়ার পরেও একইভাবেই মেলামেশা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু প্রোটোকল মেনে চলতে হবে, তবে আমি সবার প্রথম এলাকার মানুষ।”

Advertisements