Mirik Lake is going to have a Skywalk to multiply the pleasure of visiting: স্কুলগুলোতে এখনো চলছে গরমের ছুটি। এই সময় একটু এদিক ওদিক ঘুরে আসতে চান অনেকেই। কেউ যাচ্ছেন দার্জিলিং, কেউ কার্শিয়াং তো কেউ গ্যাংটক। পর্যটকদের ভ্রমণ তালিকায় আরো একটি নাম যুক্ত হয়েছে “মিরিক”। পর্যটকরা বারবার ফিরে আসেন এখানে। দার্জিলিং গেলে একটা রাত কাটালেও মিরিকে থেকে আসেন পর্যটকরা। সেই মিরিকেই যুক্ত হতে চলেছে নতুন আকর্ষণ (Mirik Lake Skywalk)।
পাহাড় ঘেরা ছোট্ট জনপদ মিরিক। যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজই দেখবেন। এরই মাঝে রয়েছে সুমেন্দু হ্রদ। এই হ্রদের সৌন্দর্যের টানেই মূলত পর্যটকরা বারে বারে ফিরে আসেন মিরিকে। মিরিকের এই মূল আকর্ষণের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি পালক। চালু হতে চলেছে স্কাইওয়াকের (Mirik Lake Skywalk) ব্যবস্থা। পর্যটকদের জন্য অত্যন্ত খুশির খবর এটি।
শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাই নয় এখন থেকে মিরিকে গেলে অ্যাডভেঞ্চার স্পোর্সের আনন্দও উপভোগ করারও সুযোগ থাকবে পর্যটকদের জন্য। পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে। সুমেন্দু হ্রদের উপর দিয়েই তৈরি করা হবে স্কাইওয়াক (Mirik Lake Skywalk)। ইতিমধ্যে এই কাজের জন্য ডিপিআর তৈরীর নির্দেশও দেওয়া হয়েছে। কোন এক বেসরকারি সংস্থার সাথে মিলিত উদ্যোগে কাজটি করবে জিটিএ।
মিরিক শিলিগুড়ি থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য তো মানুষকে আকর্ষিত করেই, তাছাড়া এই লেকে বোটিং এর ব্যবস্থা রয়েছে। এই বোটিং এর বিষয়টিও পর্যটকদের আকর্ষণ করার অন্যতম কারণ। এছাড়া এই লেকের উপর রয়েছে একটি সেতু। কিছুদিন আগেই লেকের পাশেই একটি পার্কের উদ্বোধন করা হয়েছে। সবকিছু মিলিয়ে মিরিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এছাড়া লেকের পাশের কমলালেবু বাগান আর কৃষ্ণনগর বাজার পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
কিন্তু দার্জিলিং বা অন্যান্য পাহাড়ি এলাকার মতো মিরিকেও যাতে পর্যটকরা এসে ২-১ রাত কাটিয়ে যায় সেই চেষ্টাই করছে সেখানকার ব্যবসায়ীরা। অনেক পর্যটক আছেন যারা লেকের ধারে আসেন, কিছুটা সময় কাটিয়ে ফিরে যান। রাত্রি যাপন করেন না। এতে ব্যবসায়ীদের তেমন কোনো লাভ হয় না। তাই পর্যটকদের আকর্ষণ বাড়ানো ব্যবসায়ীদের জন্য খুবই প্রয়োজন। পোলিং এর স্কাইওয়াক (Mirik Lake Skywalk) পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই মিরিকের লেকের উপরেও স্কাইওয়াক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ। পর্যটক টানার উদ্দেশ্যে নেওয়া জিটিএ এর এই উদ্দ্যোগ পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।