মিসড কল করলেই জানিয়ে দিবে ব্যালান্স, রইলো দরকারি সব ব্যাঙ্কের নম্বর

নিজস্ব প্রতিবেদন : দেশের দশের বর্তমান পরিস্থিতি দিন দিন তলানির দিকে ঠেকছে। এর পিছনে রয়েছে অতিক্ষুদ্র এক ভাইরাস। যে ভাইরাস ইতিমধ্যেই বিশ্বের তাবড় তাবড় দেশগুলিকে পর্যদস্ত করেছে। চীন, ইটালি, আমেরিকার মতো দেশগুলি এই ভাইরাসের কবলে পড়ে কূলকিনারা হারিয়ে ফেলেছে। ঠিক তেমনি এই ভাইরাসের কবলে ভারতও। যদিও সঠিক সময়ে লকডাউন ভারতকে কিছুটা হলেও সামাল দিয়েছে। এই ভাইরাসকে প্রতিহত করতে ভারতে প্রথম দফায় ২৪ শে মার্চ থেকে ২১ দিনের জন্য লকডাউন জারি করে। যে লকডাউন শেষ হওয়ার কথা ছিল আগামী ১৪ ই এপ্রিল। কিন্তু এই লকডাউনের মেয়াদ বাড়ানো হয় ৩০ শে এপ্রিল পর্যন্ত।

দেশজুড়ে লকডাউন চলাই ব্যাহত দেশের সাধারণ পরিষেবাগুলি। চালু রয়েছে কেবলমাত্র জরুরী বা অত্যাবশ্যকীয় পরিষেবা। যে কারণে স্বাভাবিক জীবন-যাপন নেই নাগরিকদের। আর লকডাউন জারি না হলেও এই ভাইরাসের থেকে বাঁচার উপায় হল নিজেকে সামাজিকভাবে সরিয়ে রাখা, জমায়েত না করা, ভিড়ভাট্টা এড়িয়ে চলা। আর এই জমায়েত, ভিড়ভাট্টা ইত্যাদি থেকে নিজেকে সরিয়ে রাখতে বারবার ব্যাঙ্কের লাইনে বা অন্য কোন লাইনে না দাঁড়ানো উচিত। তাহলে ব্যাঙ্কে অথবা এটিএম কাউন্টারে না গিয়ে কিভাবে মিলবে ব্যাঙ্কের ন্যূনতম ব্যালান্স ইনকোয়ারি, স্টেটসম্যান ইত্যাদি পরিষেবাগুলি? কোথাও না গিয়েও এই পরিষেবাগুলি পাওয়া সম্ভব। তাহলে আপনার ব্যাঙ্কের সাথে রেজিস্টার্ড করা মোবাইল নম্বরের মাধ্যমে। দেশের প্রতিটি ব্যাঙ্কের একটি করে টোল ফ্রি নম্বর রয়েছে যে নম্বরে মিসড কল দিলেই পাওয়া যাবে ব্যালেন্সের বিস্তারিত বিবরণ। চলুন দেখে নেওয়া যাক দেশের দরকারি ব্যাঙ্কগুলির মিসডকল দেওয়ার নম্বর।

  • এলাহাবাদ ব্যাঙ্ক : ৯২২৪১৫০১৫০
  • ব্যাঙ্ক অফ বরোদা : ৮৪৬৮০০১১১১
  • বরোদা গুজরাট গ্রামীণ ব্যাঙ্ক : ৭৮২৯৯৭৭৭১১
  • বন্ধন ব্যাঙ্ক : ৯২২৩০০৮৬৬৬
  • ভারতীয় মহিলা ব্যাঙ্ক : ৯২১২৪৩৮৮৮৮
  • সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৯৫৫৫২৪৪৪৪২
  • কর্পোরেশন ব্যাঙ্ক : ৯২৬৮৮৯২৬৮৮
  • কানাড়া ব্যাঙ্ক : ৯০১৫৪৮৩৪৮৩
  • ডিসিবি ব্যাঙ্ক : ৭৫০৬৬৬০০১১
  • দেনা ব্যাঙ্ক : ৯২৮৯৩৫৬৬৭৭
  • ধনলক্ষী ব্যাঙ্ক : ৮০৬৭৭৪৭৭০০
  • ফেডারেল ব্যাঙ্ক : ৮৪৩১৯০০৯০০
  • এইচডিএফসি ব্যাঙ্ক : ১৮০০২৭০৩৩৩৩

  • আইসিআইসিআই ব্যাঙ্ক : ০২২৩০২৫৬৭৬৭
  • আইডিএফসি ব্যাঙ্ক : ১৮০০২৭০০৭২০
  • আইডিবিআই ব্যাঙ্ক : ১৮০০৮৪৩১১২২
  • ইন্ডিয়ান ব্যাঙ্ক : ৯২৮৯৫৯২৮৯৫
  • ইন্ডাসইন্ড ব্যাঙ্ক : ১৮০০২৭৪১০০০
  • কারুর বৈশ্য ব্যাঙ্ক : ৯২৬৬২৯২৬৬৬
  • কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক : ১৮০০২৭৪০১১০
  • ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স : ৮০৬৭২০৫৭৫৭
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক : ১৮০০১৮০২২২২/১৮০০১০৩২২২২
  • আরবিএল ব্যাঙ্ক : ৯০১৫৪৮৩৪৮৩
  • সিন্ডিকেট ব্যাঙ্ক : ০৯২৪১৪৪২২৫৫/৮০৬৭০০৬৯৭৯
  • সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক : ৯২২৩০০৮৪৮৮
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৯২২৩৭৬৬৬৬৬
  • ইউকো ব্যাঙ্ক : ৯২৭৮৭৯২৭৮৭
  • ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৯২২৩০০৮৫৮৬
  • বিজয়া ব্যাঙ্ক : ১৮০০১০৩৫৫২৫
  • ইয়েস ব্যাঙ্ক : ৯২২৩৯২০০০০
  • পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক : ৯০২২০৯৯৪০০

দেশের বর্তমান পরিস্থিতিতে সকলের কাছে অনুরোধ এই কয়েকটা দিন ব্যাঙ্কের শাখায় ভিড় না করে ব্যালান্স ইনকোয়ারি ইত্যাদি পরিষেবাগুলি বাড়িতে বসেই এই সকল নানান পদ্ধতিতে উঠান।