নিজস্ব প্রতিবেদন : গত ১৫ ডিসেম্বর থেকে হাওড়ার বালির নিশ্চিন্দার কর্মকার পরিবারের দুই গৃহবধূ রিয়া কর্মকার এবং অনন্যা কর্মকার এবং রিয়া কর্মকার দুই রাজমিস্ত্রির প্রেমে পড়ে পালিয়ে যান। পরে তাদের আসানসোল থেকে দুই প্রেমিক সহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পশ্চিম মেদিনীপুরের পিংলার গোবর্ধনপুরের দনিচক গ্রামের সুদেষ্ণা মাইতি নামে এক গৃহবধূ তার পাঁচ বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ হন। ওই গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবেশীরা প্রথম থেকেই পরকীয়া সম্পর্কের সন্দেহ করছিলেন। কারণ তিনি আগেও নাকি একবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন এবং ফের ফিরে এসেছিলেন। এসবের পরিপ্রেক্ষিতেই জল্পনা তৈরি হয়, ফের হয়তো তিনি কারও সঙ্গে পালিয়ে গিয়েছেন।
অবশেষে সেই জল্পনায় সত্যি হলো। পিংলার নিখোঁজ হওয়া গৃহবধূ বাড়িতে ফোন করে সেই জল্পনাকে সত্যি করার ঘটনায় জানিয়েছেন। শুক্রবার দুপুরে নিখোঁজ হওয়া সুদেষ্ণা তার বাবাকে ফোন করে জানিয়েছেন, তিনি বাড়ি থেকে পালিয়ে তার প্রেমিককে বিয়ে করেছেন।
সুদেষ্ণা মাইতি বৃহস্পতিবার তার পাঁচ বছরের সন্তানকে টিউশন পড়াতে যাওয়ার নাম করে উধাও হয়ে যান। দীর্ঘক্ষণ ধরে বাড়িতে ফিরে না আসায় তার মোবাইল নম্বরে যোগাযোগ করলে মোবাইল নম্বর সুইচড অফ পাওয়া যায়। রাতেও বাড়ি না ফেরায় পরিপ্রেক্ষিতে অপহরণ, খুন, পরকীয়া সহ নানান তত্ব উঠতে শুরু করে। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অন্যদিকে নিখোঁজ হওয়া ওই গৃহবধূ সুদেষ্ণার দাদা শুভঙ্কর তার বোনের নিখোঁজ হওয়ার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। কিন্তু শুক্রবার সুদেষ্ণা তার বাবাকে ফোন করে জানান তিনি তার প্রেমিককে বিয়ে করেছেন। ফোনে এটাও জানান, পশ্চিম মেদিনীপুরেরই এক যুবকের সঙ্গে তাঁর দীর্ঘ দিন ধরে প্রেম রয়েছে। যদিও এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না দুটি পরিবার। সম্প্রতি তারা তাদের সন্তানকে ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।