নিজস্ব প্রতিবেদন : পরীক্ষা না হওয়া উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হতেই জেলায় জেলায় বিক্ষোভের ছবি ফুটে উঠতে শুরু করে। অধিকাংশ ক্ষেত্রেই এই সকল বিক্ষোভরত পড়ুয়াদের দাবি তাদের নম্বর ভুল দেওয়া হয়েছে। তাদের এই দাবি যে একেবারেই ভুল নয়, তা প্রমাণ করলো সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা। বিক্ষোভের পর নতুন মার্কশিটে একসাথে নম্বর বাড়লো ১৩৭ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর।
এমন নজির বিহীন ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ গার্লস হাই স্কুলে। এই স্কুলের ১৩৭ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নম্বর বেড়েছে। এই স্কুলের ছাত্রীদের দাবি ছিল, যে পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আরও বেশি নম্বর পাওয়ার কথা। এরই পরিপ্রেক্ষিতে তারা এবং তাদের অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান। ছাত্রীদের অধিকাংশই মার্কশিট নিতে অস্বীকার করেছিলেন। এরপর স্কুলের তরফ থেকে পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়।
ঘটনার পর শনিবার বাদে রবিবার পুনরায় ঐসকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুলে ডেকে পাঠানো হয়। তারপর তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন মার্কশিট। যে মার্কশিটে দেখা যায় ১৩৭ জনের নম্বর বেড়েছে। পাশাপাশি ওই স্কুলের যে পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়ে ছিলেন তার নম্বরও বেড়েছে। আগে ওই স্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রী দেবলীনা দাস পেয়েছিলেন ৪৬৩, পরবর্তীতে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ওই স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, নম্বর পাঠানোর ক্ষেত্রে স্কুল কোনো রকম ভুল করেনি। কিন্তু পরে ডেটা এন্ট্রির ক্ষেত্রে হয়তো কোন ভুল হয়েছিল তাই এই সমস্যা তৈরি হয়েছিল। যদিও পরে নম্বর বাড়ায় খুশি ওই স্কুলের পড়ুয়ারা।