‘বিশ্বকাপের ট্রফি ঘরে নিয়ে এসো’, শাড়ি পরে ব্যাট করে বার্তা মিতালির

নিজস্ব প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের ফাইনালে। আর আগামীকাল নারী দিবসের দিনেই রয়েছে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়। আন্তর্জাতিক নারী দিবসের দিন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। আর এই ইতিহাস গড়ার জন্য শাড়ি পরে ব্যাট করে দলকে বার্তা দিলেন ২০১৭ সালের বিশ্বকাপ দলের অধিনায়ক পদ্মশ্রী মিতালি রাজ।

আগামীকাল মেলবোর্ণ ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় মহিলা দল। লড়াইটা অবশ্যই চাপের। আর সেই চাপের মুহূর্তকে দূরে সরিয়ে ফেলার জন্য তিনি এখন দলে না থাকলেও হরমনপ্রিত সিংয়ের অধিনায়কত্বে থাকা ভারতীয় মহিলা দলকে বার্তা দিলেন মিতালি রাজ। একটি ভিডিওর মাধ্যমে সেই বার্তা তিনি দিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, শাড়ি পরে মাঠে নেমে ব্যাট করে বার্তা দিচ্ছেন তিনি, “বিশ্বকে তোমরা দেখিয়ে দাও যে আমরাও পারি। কাম অন টিম ইন্ডিয়া। ট্রফিটা এবার ঘরে নিয়ে এসো।”

দুই দশকেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত থাকা মিতালি রাজ বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তিনি একদিনের ক্রিকেটের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। মিতালি রাজ ১৯৯৯ সালের ২৬ শে জানুয়ারি আন্তর্জাতিক খেলা শুরু করেন। তিনি প্রথম মহিলা যিনি ২০০ টির বেশি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন। তিনি প্রথম মহিলা যার ঝুলিতে রয়েছে ৬০০০ বেশি রান। ২০০৩ সালে তিনি অর্জুন পুরস্কার পান আর ২০১৫ সালে পদ্মশ্রী।

একটি বিজ্ঞাপনের জন্য শাড়ি পড়ে ব্যাটিং করেছেন ভারতের এই মহিলা ক্রিকেট তারকা বলে জানা গিয়েছে। আর সেই ভিডিও তিনি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে।