ট্রাফিক নিয়ম কিভাবে পালন করতে হয়, শেখাচ্ছে এই ছোট্ট রাজ্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্ঘটনা রোধ করা, সঠিকভাবে যান চলাচল করা ইত্যাদির জন্য রয়েছে ট্রাফিক নিয়ম। তবে এই নিয়ম নাগরিকরা কতটা সঠিক ভাবে পালন করেন তা নিয়ে রয়েছে একগুচ্ছ প্রশ্ন। ট্রাফিক নিয়ম পালন নিয়ে যখন একগুচ্ছ প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে সেই সময়ে দেশের একটি ছোট্ট রাজ্য শেখাচ্ছে কিভাবে এই নিয়ম পালন করতে হয়।

Advertisements

মাত্র ১১ লক্ষ মানুষের বাস। চতুর্দিকে আকাশের বুক চিরে দাঁড়িয়ে রয়েছে পর্বত। এই পর্বত শৃংখলের মাঝেই সাজানো গোছানো এই রাজ্য হলো মিজোরাম। এই রাজ্যের সাম্প্রতিককালের একটি ট্রাফিক নিয়ম মানার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবি নিয়েই এখন তোলপাড় গোটা দেশ।

Advertisements

তবে শুধু সোশ্যাল মিডিয়া নয়, এই ছবির আলোচনা-পর্যালোচনা এখন সাধারণ মানুষের মুখে মুখেও। অনেকেই এই ছবির প্রসঙ্গে বলেছেন, ট্রাফিক নিয়ম কিভাবে মানতে হয় তা এই ছোট্ট দেশে মানুষদের না দেখলে বোঝা দায়। এমনিতেই এই অল্পসংখ্যক জনসংখ্যা নিয়ে এই রাজ্যটিতে মানুষের সমস্যার শেষ নেই। তবে সেই সকল সমস্যা কিভাবে তারা নিয়ম মেনে সমাধান করছেন তাই এই নজর কেড়েছে দেশের মানুষদের।

Advertisements

মিজোরামের রাস্তায় দাঁড়িয়ে এই ছবিটি তুলেছেন ইঞ্জিনিয়ার সন্দীপ আহলাওয়াত। যে ছবিতে দেখা গিয়েছে, হাজার ব্যস্ততার মাঝেও সঠিকভাবে ট্রাফিক নিয়ম পালনের জন্য কোন ব্যক্তি বা কোন বাইক আরোহী বা চারচাকা গাড়ি সাদা দাগ ক্রস করেনি। প্রবল ব্যস্ততার মাঝেও এখানকার বাসিন্দারা আইনকে বুড়ো আঙুল না দেখিয়ে সুন্দর এবং সারিবদ্ধ ভাবে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ওই ইঞ্জিনিয়ারের এই ছবিটি ইতিমধ্যেই পছন্দের তালিকায় যুক্ত হয়েছে মিজোরামের মুখ্যমন্ত্রী থেকে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার। ইতিমধ্যেই এই ছবি দেশের বিভিন্ন সেলিব্রেটিদের শেয়ার করতে লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি তারা লিখেছেন, এই ছবির সঠিকভাবে নিয়ম পালনের এক জ্বলন্ত উদাহরণ দেশের বাসিন্দাদের কাছে।

Advertisements