Home Appliances Price Dropped: কপাল খুলল মধ্যবিত্তদের! কেন্দ্রের এক পদক্ষেপে এবার সস্তা মোবাইল থেকে টিভি-ফ্রিজ

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে গত কয়েক মাস থেকেই জল্পনা তৈরি হয়েছিল মোবাইল থেকে শুরু করে টিভি-ফ্রিজ ইত্যাদির মত হোম অ্যাপ্লায়েন্স (Home Appliances) জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। বিভিন্ন সংস্থা জুন মাস থেকে দাম বৃদ্ধিও করে। তবে জুলাই আসতেই উল্টো ছবি ধরা পড়ল। উল্টো ছবি হলো দাম বাড়ার বদলে কমলো (Home Appliances Price Dropped)।

Samsung ইলেকট্রনিক্স ইন্ডিয়া থেকে শুরু করে বাজাজ, হেভেলস ইত্যাদির মতো সংস্থা গত জুন মাসে এসি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দাম ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছিল। এই সকল জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে সাধারণ মধ্যবিত্তদের টান পড়তে শুরু করেছিল তা স্বাভাবিক। তবে এবার কেন্দ্র যে পদক্ষেপ নিল তাতে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটার পাশাপাশি তাদের পকেটে স্বস্তি ফিরলো।

জুন মাসে দাম বৃদ্ধির পর জুলাই মাসে এই সকল হোম অ্যাপ্লায়েন্সের দাম নিম্নমুখী হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে তার পিছনে রয়েছে জিএসটিতে বদল। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে এই সকল হোম অ্যাপ্লায়েন্সের উপর আগে যে জিএসটির হার ছিল তা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। জিএসটির হার আগের তুলনায় অর্ধেকের বেশি কমানো হয়েছে, যা মধ্যবিত্তদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। কেন্দ্রের এমন সিদ্ধান্তের ফলেই মোবাইল, টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সহ বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্সের দাম কমবে বলেই আশা করা হচ্ছে।

২৭ ইঞ্চির টিভি থেকে শুরু করে মোবাইল ফোন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ইত্যাদির উপর আগে ৩১.৩ শতাংশ জিএসটি নেওয়া হতো। কিন্তু এই সকল জিনিসপত্রের উপর এখন জিএসটি অর্ধেকের বেশি কমিয়ে করা হয়েছে মাত্র ১২ শতাংশ থেকে ১৮ শতাংশ। কোন কোন জিনিসপত্রের উপর জিএসটি কতটা কমানো হলো সেই তালিকা পিআইবির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন 👉 Jio 5G New Rule: সস্তায় জিও আনলিমিটেড 5G-র দিন শেষ! নিয়মে বদল, এবার চিন্তায় গ্রাহকরা, খসবে প্রচুর টাকা

২৭ ইঞ্চির টিভির উপর আগে জিএসটি নেওয়া হতো ৩১.৩ শতাংশ, এখন নেওয়া হবে ১৮ শতাংশ। রেফ্রিজারেটরের উপর আগে জিএসটি ছিল ৩১.৩ শতাংশ এবং এখন করা হয়েছে ১৮ শতাংশ। ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও আগে যেখানে জিএসটি নেওয়া হতো ৩১.৩ শতাংশ, এখন তা নেওয়া হবে ১৮ শতাংশ। হোম অ্যাপ্লায়েন্স মিক্সচার, জুসার, ভ্যাকুম ক্লিনার ইত্যাদির উপর আগে জিএসটি ছিল ৩১.৩ শতাংশ এবং এখন করা হয়েছে ১৮ শতাংশ। একইভাবে গিজার, ফ্যান, কুলারের ক্ষেত্রেও জিএসটির হার ৩১.৩ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ।

এছাড়াও এলপিজির স্টোভের উপর আগে যেখানে ২১ শতাংশ জিএসটি নেওয়া হতো, এখন তা কমিয়ে নেওয়া হবে ১৮ শতাংশ। এলইডি’র জিএসটি ১৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১২ শতাংশ, সইং মেশিনের জিএসটি ১৬ থেকে কমিয়ে করা হয়েছে ১২ শতাংশ, মোবাইল ফোনের ওপর জিএসটি ৩১.৩ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১২ শতাংশ। এছাড়াও আরো একাধিক জিনিসপত্রের জিএসটি অনেকটাই কমানো হয়েছে।