New Mobile Plans: বর্তমান সময়ে মোবাইল ছাড়া এক মুহূর্ত চলা অসম্ভব। আধুনিক যুগে সমস্ত রকমের কাজকর্মই মোবাইলের মাধ্যমে হয়ে থাকে। তাই মোবাইল ফোনকে সচল রাখতে অবশ্যই সময় সময় তাকে রিচার্জ করতে হবে। কিন্তু রিচার্জ প্ল্যানের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মধ্যবিত্তের কপালে। সকলেই আশা করি জানেন যে, ভয়েস কল বা ডেটার জন্য আলাদা কোনও প্ল্যান নেই। ভয়েস কলের সঙ্গে ডেটাও কিনতে হয়। এর জন্য বাড়তি টাকাও গুনতে হয় সাধারণ মানুষকে। কিন্তু প্রয়োজন না থাকলেও এর জন্য কেন রিচার্জ করবে সাধারণ মানুষ?
কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে এবং গ্রাহকদের যাতে অধিক মূল্যের কিছু রিচার্জ করতে না হয় তার জন্য পদক্ষেপ নিচ্ছে টেলিকম সংস্থাগুলো। বহুদিন আগে যেভাবে রিচার্জ করা হতো ঠিক সেভাবেই ডেটা প্যাক বাদ দিয়ে শুধু ভয়েস কল ও এসএমএসের রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনা হচ্ছে। এব্যাপারে টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে ট্রাই। নির্দেশ অনুযায়ী, দেশের একাধিক টেলিকম নিয়ন্ত্রক সংস্থা আগামী দিনে কমিয়ে দেবে রিচার্জের ন্যুনতম খরচ (New Mobile Plans)।
এদেশে এমন বহু গ্রাহক আছে যারা শুধুমাত্র মোবাইলের ইনকামিং চালু রাখার জন্য রিচার্জ করে। তাদেরকেও মোবাইলের ইনকামিং কল চালু রাখতে নির্দিষ্ট সময় অন্তর রিচার্জের খরচ বহন করতে হয়। এবার থেকে টেলিকম সংস্থাগুলো নতুন সিদ্ধান্ত নিয়েছে রিচার্জ প্ল্যান এর ক্ষেত্রে। শুধুমাত্র ভয়েস কল ও এসএমএসের জন্য চালু হতে চলেছে বিশেষ প্ল্যান (New Mobile Plans)। এই প্ল্যানের সর্বোচ্চ মেয়াদ হতে পারে ৩৬৫ দিন বা এক বছর।
মোবাইলের খরচ দিনকে দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাদের পকেটে টান পড়ছে সাধারণ মধ্যবিত্তদের। চলতি বছরের জুলাই মাসে এক ধাক্কায় ২৭ শতাংশ পর্যন্ত মাশুল বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি। অধিকাংশ প্ল্যানে এক মাসের ন্যূনতম মোবাইল খরচ বেড়ে পৌঁছে গিয়েছে ২০০ টাকার আশপাশে। পাশাপাশি দেশের বিভিন্ন টেলিকম সংস্থাগুলো তাদের প্ল্যানগুলিতে ভয়েস কল ও এসএমএসের সঙ্গে জুড়ে দিয়েছে ডেটা।
সিম কার্ড সচল রাখার জন্য গ্রাহকদের নির্দিষ্ট মূল্যের রিচার্জ করতে হচ্ছে। বিভিন্ন মহল থেকে এই বিষয়ে অভিযোগ করা হয়েছে এবং এই অভিযোগের উপর ভিত্তি করে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। অভিযোগ জমা পড়েছিল নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের কাছেও। সেই অভিযোগে বলা হয়েছে যে, বহু প্রবীণ মানুষ ফোনে ইন্টারনেট ব্যবহার করেন না। তাছাড়া অনেকের বাড়িতে ব্রডব্যান্ড আছে। এইসব মানুষদের ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। তাদেরকে সম্পূর্ণ বাধ্য হয়ে রিচার্জ করতে হচ্ছে মোবাইলে কথা বলতে বা এসএমএসের জন্য। তাই গ্রাহকদের উপর থেকে চাপ কমানোর জন্য ট্রাই এই সিদ্ধান্ত (New Mobile Plans) নিতে বাধ্য হয়েছে।