নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে স্কুলছুটদের সংখ্যার কমতি নেয়। সরকারের তরফ থেকে এই সকল স্কুলছুটদের স্কুলে ফেরানোর জন্য হামেশাই নানান ধরনের ব্যবস্থা গ্রহণ করা হলেও কোথাও যেন খামতি থেকেই যায়। হাজার প্রচেষ্টা সত্বেও স্কুলছুটদের একাংশকে স্কুলে ফেরানো সম্ভব হয়না। এমন পরিস্থিতিতে মোক্ষম দাওয়াই হিসাবে এমন এক ব্যবস্থা করা হলো যা রীতিমতো সাড়া ফেলে দেবে বলেই মনে করা হচ্ছে।
স্কুলের চার দেওয়ালের গণ্ডির বাইরে এবার নতুন এই ব্যবস্থাই পড়াশুনা হবে। কেননা নতুন যে পাঠশালা চালু করা হয়েছে তা চার দেওয়ালের পরিবর্তে গাড়িতে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে বেড়াবে। বলা যেতে পারে এটি মোবাইল পাঠশালা (Mobile School)। এমন অভিনব ব্যবস্থার মধ্য দিয়ে ওই মোবাইল পাঠশালা গ্রামে গ্রামে পৌঁছে যাবে এবং সেখানে পড়ুয়াদের পড়াশুনা করাবে।
অভিনব এই ব্যবস্থা অবশ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নয়, বরং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির লোকসভা প্রার্থী সুভাষ সরকারের ব্যবস্থাপনায় বাঁকুড়ায় চালু হল। গত শনিবার এমন অভিনব পাঠশালার সূচনা হয়েছে। অত্যাধুনিক সাজে সজ্জিত একটি গাড়ি গ্রামে গ্রামে ঘুরে স্কুলছুটদের প্রাথমিকের পাঠ দেবে। এর পাশাপাশি ওই সকল স্কুলছুটদের পুনরায় স্কুলে ফেরানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।
আরও পড়ুন ? সাধারণ বিয়োগ পারেন না আবার বলেন ‘সাজানো’, বাঁকুড়ার শিক্ষকের আজব দাবি
সাম্প্রতিককালে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বাঁকুড়া জেলাতে উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে স্কুলছুটদের সংখ্যা। এই পরিস্থিতিতে বিষয়টি রাজ্য শিক্ষা দপ্তর ছাড়াও ভাবাচ্ছে কেন্দ্রকেও। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা হচ্ছে। কেননা নতুন এই ব্যবস্থাই যেমন পাঠশালা এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাবে, ঠিক সেই রকমই আবার পাঠ্য বই ছাড়াও অডিও ভিজুয়াল পদ্ধতিতে অত্যাধুনিক পাঠদানের ব্যবস্থা করা হবে।
এই মোবাইল পাঠশালা সরকার অধিকৃত কেন্দ্রীয় সরকারি সংস্থার আর্থিক সাহায্যে এবং সেবা ভারতী নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় চালু করা হয়েছে বলেই জানা যাচ্ছে। ছোট স্কুল ভ্যানের মতো গাড়িতে এই পাঠশালা চালু হয়েছে। গাড়ির ভিতরে থাকবে স্মার্ট ব্যাক বোর্ড। সেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করবে। যে সকল এলাকায় স্কুলছুটদের সংখ্যা বাড়ছে সেই সকল এলাকায় পৌঁছে যাবে এই স্কুল এবং পড়াশোনা করাবে।