নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে ফের একবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় দেশের মহিলাদের জনধন অ্যাকাউন্টগুলিতে সরাসরি ১৫০০ টাকা পাঠাতে পারে। এমন ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই জানা গিয়েছে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রে।
সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব তাড়াতাড়ি দেশের গরীব এবং কম রোজগারী পরিবারগুলির জন্য সামাজিক সুরক্ষার তাগিদে এই তৃতীয় প্যাকেজ ঘোষণা করতে পারেন। এর পাশাপাশি এমন ঘোষণা হতে পারে বলে ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করার যে প্রকল্প তা বাড়ানো হতে পারে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত।
দেশে লকডাউন জারি হওয়ার পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় দেশের ২০ কোটির বেশি মহিলার প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে তিন মাসে ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা দেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। এর পাশাপাশি দেশের ৮০ কোটি মানুষকে প্রতিমাসে বিনামূল্যে ৫ কেজি করে চাল ও গম এবং নির্দিষ্ট পরিমাণ চাল সরবরাহ করা শুরু হয়। যে প্রকল্প এখনো চলছে। তবে এই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে নভেম্বর মাসে। সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নতুন করে তা ঘোষণা হতে পারে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত বর্ধিত করার বিষয়ে।
এর পাশাপাশি দেশজুড়ে লকডাউন চলাকালীন কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের থাকা গ্রাহকদের তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে প্রদান করা হয়।
বর্তমান পরিস্থিতিতে দেশের করোনা আক্রান্তের গ্রাফ ধীরে ধীরে কমতে থাকলেও দেশের সাধারণ মানুষদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আর এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের তরফ থেকে এই সকল প্রকল্পগুলির মেয়াদ নতুন করে বাড়ানোর ঘোষণা হতে পারে বলেই সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।