নিজস্ব প্রতিবেদন : একটা সময় ছিল যখন রান্নার জন্য দেশের মহিলাদের নির্ভর করতে হতো কাঠ, কয়লা, ঘুঁটে ইত্যাদির উপর। এই সকল উপকরণ দিয়ে রান্না করার ক্ষেত্রে অনেক কষ্ট সহ্য করতে হতো মহিলাদের। বর্তমানে সেই জায়গা নিয়েছে রান্নার গ্যাস। এর পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের হাত ধরে বাড়িতে বাড়িতে সেই রান্নার গ্যাস পৌঁছে গিয়েছে।
তবে গত কয়েক বছর ধরে যেভাবে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে তাতে নাভিশ্বাস অবস্থা গৃহস্থালিদের। দেখতে দেখতে এখন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ১২০০ টাকা ছুঁয়েছে। কলকাতা এবং সমতল এলাকায় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ১১০০ টাকার কম বেশি।
তবে এই রকম পরিস্থিতি থেকে দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করল। মন্ত্রিসভার তরফ থেকে তেল প্রস্তুতকারী এবং সরবরাহকারী সংস্থাগুলিকে রিলিফ প্যাকেজ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে রক্ষা করার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রের তরফ থেকে তেল সংস্থাগুলিকে ২২ হাজার কোটি টাকা অনুদানের অনুমোদন দেওয়া হয়েছে। তেল সংস্থাগুলির তরফ থেকে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছিল, এলপিজির খুচরো বিক্রিতে তারা লোকসানের সম্মুখীন। এরই পরিপ্রেক্ষিতে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে ৩০ হাজার কোটি টাকা ভর্তুকি হিসাবে দাবি করা হয়।
কেন্দ্রের এই প্যাকেজ সম্পর্কে বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন করে যাতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি না পায় এবং সামান্য হলেও দাম যেন কমে তার জন্য কেন্দ্রের তরফ থেকে এমন বিশাল অংকের আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আরও একটি স্বস্তির খবর হলো গত তিন মাস ধরে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একই রাখা হয়েছে এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।