নিজস্ব প্রতিবেদন : দেশের নাগরিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কেন্দ্র সরকার একাধিক প্রকল্প এনেছে। এই সকল প্রকল্পের মধ্যে কোনটি পেনশন প্রকল্প, কোনোটি আবার জীবন বিমা। ঠিক একইভাবে ব্যবসায়ীদের জন্য আনা হয়েছে একটি প্রকল্প, যে প্রকল্পের মধ্য দিয়ে ব্যবসায়ীরা মাসে মাসে পেনশন পেতে পারেন।
ব্যবসায়ীরা যে প্রকল্পের মধ্য দিয়ে মাসে মাসে পেনশন পেতে পারেন সেই প্রকল্পটি হল কেন্দ্র সরকারের ন্যাশনাল পেনশন স্কিম (NPS)। এই প্রকল্পের আওতায় দোকানদারদের ৬০ বছরের পর পেনশনের ব্যবস্থা করা হয়েছে। মূলত দোকানদারদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যই কেন্দ্র সরকার এই প্রকল্প এনেছে এবং এই প্রকল্পের আওতায় নিজেকে নথিভূক্ত করার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করতে পারেন।
কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে দোকানদাররা অর্থাৎ স্বরোজগারকারী ব্যক্তিরা মাসে ন্যূনতম তিন হাজার টাকা করে পেনশন পেতে পারেন। এই প্রকল্পের আওতায় সেই সকল ব্যবসায়ীরাই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন যাদের বার্ষিক মূলধন ১.৫ কোটি বা তার কম।
এই প্রকল্পের আওতায় সেইসকল ব্যবসায়ীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন যাদের বয়স ১৮ থেকে ৪০ বছর। এই পেনশন প্রকল্পের আওতায় নাম লেখানোর জন্য দেশের ছড়ানো ৩.২৫ লক্ষ পরিষেবা কেন্দ্র থেকে ব্যবসায়ীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর বাধ্যতামূলক ভাবে থাকতে হবে আধার কার্ড, জনধন অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।
এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করা ব্যক্তির কোন কারণবশত মৃত্যু হলে তিনি রেজিস্ট্রেশন করার সময় যাকে নমিনি করে যাবেন তিনি আবেদনকারীর পেনশনের ৫০% পেনশন পাবেন। এই প্রকল্পের বিষয়ে আরও জানার জন্য আবেদনকারীরা কেন্দ্র সরকারের অফিশিয়াল ওয়েবসাইট maandhan.in ওয়েবসাইটে লগইন করতে পারেন। পাশাপাশি এই ওয়েবসাইট থেকেই ইচ্ছুক ব্যবসায়ীরা আবেদন করতে পারবেন।