Mohabbatein Star Casts: বলিউড সিনেমার ইতিহাসের রীতিমতো নজির স্থাপন করেছিল যশরাজ ব্যানার এর এই সিনেমাটি। ২০০০ সালে মুক্তি পেয়েছিল জনপ্রিয় সিনেমা মহব্বতে। সিনেমাটিতে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, ঐশ্বর্য রাই এবং বহু নতুন অভিনেতা অভিনেত্রীদের দেখা গিয়েছিল। বর্তমানে তারা কোথায়? আদৌ কি তারা সিনেমার সঙ্গে যুক্ত আছেন?
২৪ বছর আগে এই সিনেমাটির হাত ধরেই বলিউডে পদার্পণ করেছিলেন শমিতা শেট্টি, উদয় চোপড়া, যুগল হনসরাজ, কিম শর্মা, জিম্মি শেরগিল, প্রীতি জানজিয়ানির মতো অভিনেতা অভিনেত্রীরা (Mohabbatein Star Casts) । কিন্তু বর্তমানে তারা কতটা সফল অভিনেতা এবং অভিনেত্রী হয়েছেন সেই বিষয় হয়তো অনেকেরই ধারণা নেই। আজকের প্রতিবেদনটিতে সেই সব বিষয় নিয়েই আলোচনা করা হবে।
অমিতাভ বচ্চন
মহব্বতে সিনেমায় অমিতাভ বচ্চন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে (Mohabbatein Star Casts) অভিনয় করেছিলেন যা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। স্কুলের প্রিন্সিপ্যাল হিসেবে তাঁকে ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায় দেখা গিয়েছিল। এই মেগাস্টার এখনো পর্যন্ত দাপিয়ে কাজ করে যাচ্ছেন বড় পর্দায়।
শাহরুখ খান
মহব্বতে সিনেমায় শাহরুখ খানের চরিত্রের নাম ছিল রাজ আরিয়েন মালহোত্রা (Mohabbatein Star Casts)। বলিউডের কিং খানকে সিনেমাতে দেখা গিয়েছিল সম্পূর্ণ ভিন্ন চরিত্রে। তিনি মিউজিক শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন। শাহরুখ খান বর্তমানে চুটিয়ে কাজ করছেন বলিউডের বিভিন্ন সিনেমায়। পাঠান, জওয়ান-তাঁর একের পর এক রিলিজ বক্স অফিসে হিট।
কিম শর্মা
কিম শর্মাকে মহব্বাতে সিনেমায় সঞ্জনার ভূমিকায় দেখা গিয়েছিল। বড় পর্দায় সেভাবে সফলতা লাভ করতে পারেননি তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাঁর ফিটনেসের ভিডিয়োগুলিতে লাখ লাখ ভিউস আসে।
যুগল হনসরাজ
মহব্বতে সিনেমায় সমীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন যুগল। তবে তিনিও সেভাবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। বলিউডকে কোনরকম হিট সিনেমা তিনি আর উপহার হিসেবে দিতে পারেননি। বরতমানে পরিচালক হিসাবে কাজ করছেন।
উদয় চোপড়া
মহব্বতে ছবিতে উদয় চোপড়াকে অভিনয় করতে দেখা গিয়েছিল বিক্রম চরিত্রে। কিন্তু, এরপর তাঁকে ধুম ফ্র্যাঞ্চাইজি ছাড়া খুব একটা বেশি ছবিতে দেখা যায়নি। বড় পর্দা থেকে বহু দিন দূরে তিনি।
শমিতা শেট্টি
এই সিনেমাটির হাত ধরেই শিল্পা শেট্টির বোন বলিউডে পা রেখেছিলেন। তবে এত বড় সফল অভিনেত্রীর বোন হওয়া সত্ত্বেও বড় পর্দায় ছাপ ছাড়তে পারেননি শমিতা। তবে ছোট পর্দায় একের পর এক রিয়্যালিটি শোয়ে অংশ নিচ্ছেন তিনি।
আরো পড়ুন: মা হতেই জীবনে বদল, নায়িকা ভাবছেন না কেউ, দিচ্ছেন বৌদি টাইপ কাজের অফার
প্রীতি জানজিয়ানি
কিরণ চরিত্রে অভিনয় করে প্রীতি বলিউডের বিভিন্ন পরিচালকদের নজরে এসেছিলেন। বেশ কিছু দক্ষিণ সিনেমায় তাকে এরপরে দেখা গেছে। কিন্তু, সেভাবে বলিউডে ছাপ ফেলতে পারেননি প্রীতি।
জিম্মি শেরগিল
জিম্মি শেরগিলও বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা এবং এই সিনেমাতে অভিনয় করেছেন (Mohabbatein Star Casts)। করণ চৌধুরীর চরিত্রে তিনি দর্শকদের মন জয় করেছেন। এরপর একাধিক বলিউড ছবি এবং ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।
ঐশ্বর্য রাই বচ্চন
ঐশ্বর্য এর চরিত্রটি খুব ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলিউডের ইতিহাসের অন্যতম সফল একজন অভিনেত্রী। পরবর্তীতে তিনি বিবাহ করেন অভিষেক বচনকে।