নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট দলের অনবদ্য একজন সদস্য ছিলেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)। ব্যাট হাতে তিনি যেমন দলকে বহুবার জয়ের দোরগড়ায় পৌঁছে দিয়েছেন ঠিক সেই রকমই বহুবার তাকে দেখা গিয়েছে বল হাতেও। তবে তিনি সব সময় সবার মনে জায়গা করে নিয়েছিলেন তার অনবদ্য ফিল্ডিংয়ের জন্য।
বর্তমানে জাতীয় দল থেকে বহু বছর আগেই তিনি অবসর নিয়েছেন। যদিও অবসর নিলেও তাকে বিভিন্ন লিগে এখনও ব্যাট বল হাতে দেখা যায়। সেই রকমই ৪২ বছর বয়সে খেলতে নেমেও ভেলকি দেখালেন ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। এই বয়সে তিনি যেভাবে তার পারফরমেন্স দেখিয়েছেন তাতে তিনি মনে করাচ্ছেন অতীতের সেই সকল স্মৃতি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মহম্মদ কাইফের লেজেন্ডস লিগ ক্রিকেটের (Legends League Cricket) বেশ কিছু ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। শনিবার রাতে দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এর এলিমিনেটর ম্যাচটি খেলা হয়। এই ম্যাচে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ভারত মহারাজা পরাজিত হয় এশিয়া লায়ন্সের কাছে। এশিয়া লায়ন্স ফাইনালে বিশ্ব জায়ান্টদের মুখোমুখি হবে।
তবে এই ম্যাচটি চলাকালীন যেভাবে মহম্মদ কাইফ নিজের ফিল্ডিং দেখিয়েছেন, তাতে ভারত মহারাজা খেলায় হারলেও পুষিয়ে দিয়েছেন তিনি। তাকে প্রথম তার অনবদ্য ফিল্ডিং করতে দেখা যায় যখন এশিয়া লায়ন্স ব্যাটিং করছিল। সেই সময় নবম ওভারের পঞ্চম বলটি কভার দিয়ে চার মারতে চেয়েছিলেন থারাঙ্গা। তবে সেই বল মহম্মদ কাইফ ডানদিকে ডাইভ দিয়ে তালুবন্দি করে ফেলেন।
Vintage Kaif! ?@MohammadKaif #LegendsLeagueCricket #YahanSabBossHain pic.twitter.com/9Gc4qO5Cyl
— FanCode (@FanCode) March 18, 2023
এই ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে এশিয়া লায়ন্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। তবে ভারত মহারাজ সেই রান তারা করতে নেমে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায়। ভারত মহারাজদের হয়ে কেবলমাত্র অধিনায়ক গৌতম গম্ভীর ৩২ রান করেন, যা সর্বোচ্চ। টপ অর্ডারের বাকি চারজন ছাড়া কেউ দু’অংকের গণ্ডি স্পর্শ করতে পারেনি।