Abhijit Gangopadhyay: ‘মজা দেখিয়ে দেব’, বিচারব্যবস্থা অতীত! এবার তৃণমূলকে মজা দেখানোর হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিচারব্যবস্থায় থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay) একের পর এক রায় দিতে দেখা গিয়েছিল যেগুলি কাঁপিয়ে দিয়েছিল রাজ্যকে। এখন অবশ্য সেসব অতীত। বিচার ব্যবস্থা থেকে তিনি অবসর নিয়ে পা রেখেছেন রাজনৈতিক ময়দানে। তবে রাজনৈতিক ময়দানেও কিন্তু তাকে সমানভাবে খেলতে দেখা যাচ্ছে।

Advertisements

তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি তাকে প্রার্থী করার পর তিনি এখন পাড়ায় পাড়ায় মানুষদের সঙ্গে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী। অন্যদিকে প্রচারে নেমে তাকিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্যও করতে দেখা যাচ্ছে। সেই রকমই এক বিস্ফোরক মন্তব্য তার মুখ থেকে এবার শোনা গেল, আর তা হল ‘মজা দেখিয়ে দেব’।

Advertisements

হঠাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন মজা দেখানোর প্রসঙ্গ কেন তুললেন। আসলে এর পিছনে রয়েছে রাজ্যের শেষ বিধানসভা নির্বাচন। যে নির্বাচনে বিজেপি প্রথম থেকেই তৃণমূলকে হারিয়ে সরকার গড়বে দাবি করলেও শেষ পর্যন্ত তা হয়নি। আবার গত বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল প্রকাশ হতেই দেখা গিয়েছিল গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা হয়েছিল। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মজা দেখিয়ে দেওয়ার প্রসঙ্গ টানেন।

Advertisements

আরও পড়ুন ? Fact Check of Abhijit Gangopadhyay’s Picture: টেবিলে বসে শিশির, দিব্যেন্দুর সঙ্গে তরল পান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! সামনে এলো ভাইরাল ছবির আসল গল্প

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য রাখার সময় জানান, “গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিজেপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাস চালিয়েছিল। কত মানুষকে মেরেছিল, কত ঘরবাড়ি পুড়িয়ে ছিল। বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল তাদের। এসব তো করার কথা নয়। এগুলোতো করার কথা নয়। কিন্তু তৃণমূল একটি দুর্বৃত্তদের দল, তোর ছেচড়দের দল তাই করেছে।”

আর এই মন্তব্য করার পরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, “ওই সকল ঘটনার পর যে পুলিশ ছিল তারা সঠিকভাবে ঘটনার মোকাবিলা করেনি। আর এবার যদি এই ধরনের কোন ঘটনা ঘটে, তাহলে কিন্তু আমরা একটা ছোট্ট শব্দ বন্ধে বুঝিয়ে দিতে চাই, মজা দেখিয়ে দেব।” তমলুক লোকসভা কেন্দ্র অধিকারী গড় হিসাবেই পরিচিত। যেখানে এর আগে সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। কিন্তু এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করে বিজেপিতে যোগ দিলে সেই আসন তাকে দেওয়া হয় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।

Advertisements