Money Fraud: OTP নেই, ট্রানজেকশন মেসেজ নেই! এমনি এমনি অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ২ লক্ষ ২৫ হাজার টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অ্যাকাউন্ট থেকে গ্রাহকের অজান্তেই উধাও হয়ে গেল ২ লক্ষ ২৫ হাজার টাকা। অনলাইনে এখন লেনদেন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নানান ধরনের ফ্রডের (Money Fraud) ঘটনা। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এমন প্রতারণার মতো ঘটনায় যারা পড়েন তারা অন্য কারো সঙ্গে ওটিপি অথবা প্রয়োজনীয় বিভিন্ন তথ্য শেয়ার করে থাকেন। কিন্তু এবার নতুন যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় এসব কোনো কিছুই শেয়ার না করেও অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ২৫ হাজার টাকা খোয়ালেন এক ব্যক্তি।

Advertisements

ঘটনার পরিপ্রেক্ষিতে আরও চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। কেননা ওই ব্যক্তি টাকা কাটা অর্থাৎ ট্রানজেকশনের কোনো মেসেজই পান নি। স্বাভাবিকভাবেই নতুন ধরনের এমন ফ্রডের ঘটনা রীতিমতো অবাক করছে সকলকে। ওই ব্যক্তি এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন। সাইবার ক্রাইমের তরফ থেকে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisements

যে ব্যক্তির সঙ্গে এমন ঘটনাটি ঘটেছে তিনি হলেন একজন ভেটেনারি মেডিকেল প্র্যাকটিশনার। তিনি বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা। মৃন্ময় চ্যাটার্জী নামে ঐ ব্যক্তির অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট রয়েছে। তার ওই অ্যাকাউন্ট থেকে আইএমপিএস-এর মাধ্যমে ২ লক্ষ ২৫ হাজার ১১ টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সেটি মহারাষ্ট্রের।

Advertisements

আরও পড়ুন: EMI: ইএমআই মিস করলে বিপদ! RBI-এর নতুন নির্দেশিকায় ঋণ নীতি নিয়ে বড়সড় বদল

গত ২০ আগস্ট এমন ঘটনা ঘটেছে এবং এমন ঘটনার পরিপ্রেক্ষিতে টাকার ট্রান্সফারের কোন মেসেজ আসেনি গ্রাহকের কাছে। ওই ব্যক্তি ব্যাঙ্কে গিয়ে বিষয়টি জানালে ব্যাঙ্কের তরফ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আপাতত তার অ্যাকাউন্ট ব্লক করে রাখা হয়েছে, যাতে করে ওই অ্যাকাউন্টের সঙ্গে আর এই ধরনের কোন ঘটনা না ঘটে। এর পাশাপাশি ১৫ দিনের মধ্যে টাকা ফেরত না এলে পুনরায় ব্যাঙ্কে দেখা করতে বলা হয়েছে।

মৃন্ময় চ্যাটার্জী জানিয়েছেন, এমন ঘটনা তার সঙ্গে কোনদিন ঘটেনি। আর কারো সঙ্গে এমন ঘটনা ঘটেছে কিনা তার তা জানা নেই। তবে এই ঘটনার রীতিমতো তাকে অবাক করেছে। তিনি এইভাবে এত টাকা হারিয়ে নিজেকে ঠিক রাখতে পারছেন না। তিনি দাবি করেছেন বহু কষ্টেই তিনি এই টাকাগুলি সঞ্চয় করেছিলেন। কোন দিক থেকে তিনি এত টাকা হারানো ম্যানেজ করবেন তা ভেবেই নিজে পাগল হয়ে যাচ্ছেন।

Advertisements