If you don’t know these 7 new rules of Cheque book use, the money of the account may be lost: ব্যাঙ্ক থেকে টাকা তোলা এবং আর্থিক লেনদেনের অন্যতম মাধ্যম হল চেকবুক। একজন গ্রাহক যখনই নতুন অ্যাকাউন্ট খোলেন তখনই এটি হাতে পান। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন চেকবুকে নাম ও অ্যাকাউন্ট নম্বর দুটোই থাকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। এর দ্বারা কাউকে টাকা দেওয়া যায়। আপনি যদি বড় অঙ্কের টাকা তোলেন সেই ক্ষেত্রেও ব্যবহার হয় এটি। তবে চেক ব্যবহারের ৭টি নিয়ম আছে (New Rules for Cheque)। চলুন দেরি না করে চটজলদি জেনে নিই বিস্তারিতভাবে।
যদি আপনার চেক থাকে সেক্ষেত্রে সই না থাকলে টাকা দেওয়া হয় না। ব্যাঙ্ক সর্বদাই গ্রাহকের স্বাক্ষর মিলিয়ে দেখে তারপর টাকা দেওয়ার ব্যবস্থা করে। তাই কখনোই চেকে ভুল সই করবেন না। আপনার যদি চেকের সইতে কোনপ্রকার ভুল থাকে সেক্ষেত্রে প্রতারণার অভিযোগ দায়ের হতে পারে গ্রাহকের বিরুদ্ধে, এমনকি জরিমানাও হতে পারে। এছাড়াও অনেকেই একটা ভুল কাজ করেন মানে চেক বই পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত চেকে সই করে রাখেন। নিয়ম অনুযায়ী (New Rules for Cheque) সেটি একেবারে করা উচিত নয়। প্রয়োজন মতো একটি একটি করে চেক ব্যবহার করাই ভালো। আজকাল কাউকেই বিশ্বাস করা যায়না। সাবধানতা অবলম্বন করলে প্রতারণার শিকার হবেন না।
আরেকটি বিষয় সবসময় মনে রাখবেন (New Rules for Cheque) চেক সবসময় একই কালির পেন দিয়ে ফিল আপ করতে হয়। নাম, টাকার অঙ্ক ও তারিখ আলাদা আলাদা কালির পেনে পূরণ না করাই ভালো। চেক লেখার জন্য গ্রাহক বল পয়েন্ট ও জেল পেন ব্যবহার করতে পারেন। কিন্তু কখনই স্কেচ পেন ব্যবহার করবেন না এবং তা বাদে ভ্যানিশিং ইঙ্ক বা অদৃশ্য কালিতে চেক পূরণ করা দণ্ডনীয় অপরাধ।
আরও পড়ুন ? Cancelled চেক লেখার নিয়ম, ভুল করলে বিপত্তি
মানুষকে সতর্ক করার জন্য আরেকটি বিষয় জানানো হচ্ছে (New Rules for Cheque), কাউকে টাকা দেওয়ার সময় কোনদিনও ব্ল্যাঙ্ক চেকে সই করবেন না। চেকের উপর নাম বা টাকার অঙ্ক না লিখে স্বাক্ষর করলে পরবর্তীকালে বিপদে পড়তে পারেন তাঁরা। ব্যাঙ্কের পরামর্শ, এমনটা কখনই করা উচিত নয়। এক্ষেত্রে তাঁর সর্বসান্ত হওয়ার সম্ভাবনা থাকে। চেক পুরোপরি পূরণ করে তবেই কাউকে দেওয়া উচিত, বলছে ব্যাঙ্ক।
বিভিন্ন কারণে আজকাল গ্রাহককে ক্যানসেল চেক দিতে হয়। সেইসময় কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে চেকের উপর ক্যানসেল কথাটি লিখতে হবে। ক্যানসেলের ক্ষেত্রে সই করা ব্ল্যাঙ্ক চেক দিলে প্রতারণার সম্ভাবনা থাকবে।