Pension Schemes in Odisha: অনেকটাই বাড়ল টাকা! এবার বৃদ্ধ থেকে বিধবাদের জন্য বড় ঘোষণা নবীন পট্টনায়কের

Prosun Kanti Das

Published on:

Advertisements

The money of Pension Schemes in Odisha increased a lot in one blow: আসছে লোকসভা ভোট। ২০২৪-এর কেন্দ্রীয় ভোট গ্রহণে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে নিজ নিজ দল। বেশ কিছুদিন আগেই নতুন অর্থবর্ষের বাজেট পেশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য। ইতিমধ্যেই উড়িষ্যা রাজ্যের বাসিন্দাদের দারুন চমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ঘোষণা করলেন উড়িষ্যার পেনশন স্কিমের (Pension Schemes in Odisha) অর্থ বৃদ্ধি সম্পর্কে।

Advertisements

গত শনিবার উড়িষ্যা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করে জানিয়েছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ মধুবাবু পেনশন যোজনায় অর্থ বৃদ্ধির কথা। তাঁর কথায় প্রতি মাসেই এই মাসিক পেনশন স্কিমগুলিতে ভাতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। মাসে ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে এই মাসিক পেনশন স্কিমগুলিতে (Pension Schemes in Odisha)। যার সুবিধা পাচ্ছে প্রায় ৩৬ লাখ মানুষ। ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম এবং ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের আওতায় রয়েছেন ২০.৩৩ লাখ মানুষ। অপরদিকে ৩৬.৭৫ লাখ মানুষ পাচ্ছেন মধুবাবু পেনশন স্কিমের অর্থ।

Advertisements

প্রসঙ্গত, উড়িষ্যা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এর আগে ২০১৯ সালে ২০০ টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন। এবার তিনি সেই স্কিমে আরো কিছু অর্থ বৃদ্ধির ঘোষণা করলেন। যার ফলে উপকৃত হবেন উড়িষ্যার বহু বাসিন্দা। আধিকারিকদের মতে, সব মিলিয়ে প্রায় ৫৭ লাখ উপভোক্তা এই পেনশন স্কিমের অর্থ পান।

Advertisements

আরও পড়ুন ? Most popular cm of India: মমতাও নয়, যোগিও নয়, সবাইকে হারিয়ে ইনিই হয়ে উঠলেন দেশের সেরা মুখ্যমন্ত্রী

প্রবীর নাগরিক অর্থাৎ ৬০ বছর থেকে ৭৯ বছর বয়সী ব্যক্তিরা ন্যাশনাল ওল্ড এজ স্কিমের আওতায় পান ১০০০ টাকা করে। সেইসব ব্যক্তিরাই ৮০ পার করলেই পাচ্ছেন ১২০০ টাকা করে। এর পাশাপাশি প্রতিবন্ধী, কুষ্ঠ রোগে আক্রান্ত, বিধবা, এইডস রোগে আক্রান্ত এবং চোখে সমস্যা যুক্ত ব্যক্তিরা বিভিন্ন পেনশন স্কিমের আওতায় ১০০০ টাকা করে পান। অপরদিকে ২০০৮ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে মধুবাবু পেনশন যোজনা। এই স্কিমের আওতায় ১০০০ টাকা করে পান ৬০ থেকে ৭৯ বছর বয়সী ব্যক্তিরা।

যেহেতু মাসিক পেনশন স্কিমের অর্থ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন উড়িষ্যা মুখ্যমন্ত্রী। তাই রাজ্যের অতিরিক্ত খরচও বৃদ্ধি হতে পারে। প্রায় অতিরিক্ত ৩,৬৮৩ কোটি টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা রাজ্যে। মুখ্যমন্ত্রীর কথায় চলতি মাস থেকেই উড়িষ্যার পেনশন স্কিমগুলি (Pension Schemes in Odisha) থেকে অতিরিক্ত অর্থ পাবেন উড়িষ্যা বাসিন্দারা।

Advertisements