Taruner Swapno: সব ভুলে ভরা! আটকে ইলেভেন, টুয়েলভের ট্যাবের ১০ হাজার টাকা, কবে মিলবে?

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে সকল প্রকল্প রাজ্যের বাসিন্দাদের জন্য চালু করা হয়েছে তার মধ্যে একটি হলো তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapno)। এই প্রকল্প সম্পর্কে রাজ্যের অধিকাংশ মানুষেরাই জানেন, যে প্রকল্পের মধ্য দিয়ে পড়ুয়াদের ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত এই টাকা না ঢোকার কারণে অনেকেই কবে টাকা ঢুকবে তা জানতে বসে রয়েছেন।

Advertisements

তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ২০২১ সালে প্রথম ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার। এই প্রকল্পের সূচনার পর থেকে এখনো পর্যন্ত বছরের পর বছর ধরে টাকা দেওয়া হচ্ছে। এবার নতুন নিয়ম অনুযায়ী দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়ারাও ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা পাবে। এবার যারা মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা এই প্রকল্পের আওতায় টাকা পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত।

Advertisements

তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় টাকা প্রদানের জন্য মূলত জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত বেছে নেওয়া হয়েছিল। তবে ১৫ তারিখ পেরিয়ে গেলেও টাকা এখনো অ্যাকাউন্টে ঢোকেনি। কিন্তু কেন সেই টাকা ঢোকেনি তা নিয়ে এবার একটি অন্যরকম তথ্য সামনে এলো। একাধিক স্কুলের তরফ থেকে জানা গিয়েছে, টাকা না ঢোকার পিছনে রয়েছে সাইবার প্রতারণা। সাইবার প্রতারণার ফলে পড়ুয়াদের এক অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করা হলেও কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাকাউন্ট নম্বর বদলে যাচ্ছে।

Advertisements

আরও পড়ুন : Post Office NSS Scheme: প্রধানমন্ত্রীর পোস্ট অফিসের এই স্কিমে রেখেছেন ৯.১২ লাখ টাকা! সুবিধা কী কী

এমনটা হলে স্বাভাবিকভাবেই সরকারের তরফ থেকে যদি টাকা ছাড়া হয় তাহলে প্রাপকের পরিবর্তে অন্য কারো অ্যাকাউন্টে সেই টাকা চলে যাবে। এমন ঘটনা যাতে না হয় তার জন্য ধীরে চলো নীতি নেওয়া হয়েছে এবং অনেক স্কুলের পড়ুয়াদের তথ্য এখনও পর্যন্ত পোর্টালে আপলোড করা হয়নি। আর পুরো বিষয়টি এবার শিক্ষা দপ্তর খতিয়ে দিচ্ছে। কেননা ২৫ জুলাইয়ের পরেও একাদশ শ্রেণির ৫১ হাজার অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে এবং সাত হাজারের বেশি পড়ুয়াদের আইএফএসসি কোড ভুল রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ১৯ হাজারের বেশি পড়ুয়ার অ্যাকাউন্ট নম্বর ও চার হাজারের বেশি পড়ুয়াদের আইএফএসসি কোড ভুল রয়েছে।

জানা যাচ্ছে, এই সমস্ত রকমের ভুলভ্রান্তি দূর করে আগামী মাস দুয়েক অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। যদি কোন পড়ুয়া সরকারের তরফ থেকে টাকা প্রদান করার পরেও অ্যাকাউন্টে না পায় তাহলে ওই পড়ুয়াকে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Advertisements