নিজস্ব প্রতিবেদন : ক্ষমতাই যে শেষ কথা নয় তা আরও একবার প্রমাণিত হলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। প্রমাণ করলো এক হনুমান। ওই হনুমান প্রমাণ করে দেখালো বুদ্ধির কাছে একজন ক্ষমতাবান অনায়াসে হার মানতে পারে। আইএফএস অফিসার প্রবীণ অঙ্গুস্বামী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন একটি বাঘ ও একটি হনুমানের। আর সেই ভিডিওতেই এমনটা প্রমাণিত।
আমরা সকলেই জানি হনুমানের তুলনায় বাঘের ক্ষমতা অনেক বেশি। তবে বুদ্ধির নিরিখে দেখলে অবশ্যই বাঘের তুলনায় হনুমান বহুগুণ গিয়ে। আর সেই বুদ্ধিকে কাজে লাগিয়েই একটি হনুমান বাঘ মামাকে উল্লু বানিয়ে পগারপার হয়ে গেল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটি দেখে উপলব্ধি করা যায়, ওই বাঘটি গাছের মধ্যে উঠেছিল হনুমানটিকে ধরার জন্য। আর তা বুঝতে পেরে বুদ্ধিমান হনুমান গাছের সরু ডালে ঝুলতে থাকে। সেসময় বাঘটি ওই হনুমানকে ধরার জন্য ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। বাঘের শরীরের ওজন ওই গাছের সরু ডাল সইতে পারবে না এটা আগে থেকেই জানা ছিল হনুমানের।
যার পরেই বাঘটি সরু ডালের দিকে এগিয়ে এলে হনুমান অন্য ডালে লাফিয়ে চলে যায়। কিন্তু ওই বাঘ নিজেকে সামলাতে না পেরে ওই গাছ থেকে ধপাস করে পড়ে যায় নিচে। আর গাছ থেকে বাঘ মামা মাটিতে পড়ে একেবারে লজ্জায় পড়ে যায়।
Don't push your weaknesses, always know & play with your strengths. pic.twitter.com/vhPmxy8nu8
— Praveen Angusamy, IFS ? (@PraveenIFShere) March 23, 2021
[aaroporuntag]
জঙ্গলের মাঝে বাঘের সাথে হনুমানের এমন লুকোচুরির ঘটনাটি ক্যামেরাবন্দি হয় জনৈক কারোর হাতে। তারপরেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ঘটনাটি কোন এলাকার তা সম্পর্কে কিছু জানা যায়নি।