Monsoon In Bengal: তীব্র গরম থেকে কবে মিলবে মুক্তি, কবে আসবে বর্ষা, কী জানাচ্ছে হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় এখন চলছে তাপপ্রবাহ (Heatwave)। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আরও দিন কয়েক এমন তাপপ্রবাহ চলবে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে। বিশেষ করে একেবারেই অসহ্য পরিস্থিতি তৈরি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে। এই পরিস্থিতি থেকে কবে মিলবে রেহাই, কবে আগমন হবে বর্ষার (Monsoon) তার দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যেও এমন তীব্র গরমের মুখোমুখি হতে হচ্ছে বাসিন্দাদের। অসহনীয় এই গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় থাকলেও আপাতত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য কোনরকম সুখবর নেই। মৌসম ভবনের (IMD) তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন এইরকম পরিস্থিতি চলবে। এর পাশাপাশি বর্ষার আগমন নিয়েও খারাপ খবর দিয়েছে হাওয়া অফিস।

প্রথমদিকে সঠিক সময়ে এই রাজ্যে বর্ষার আগমন ঘটবে এমনটা জানানো হলেও সম্প্রতি এর হেরফের হয়েছে। কেরলে ১ জুন স্বাভাবিক নিয়ম মেনে বর্ষার আগমন হলেও এই বছর বর্ষার আগমন নিয়ে দিন পিছিয়ে যায়। বলা হয়েছিল ৪ জুন কেরালায় বর্ষা ঢুকে যাবে। কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া সেই ডেটটিও ফেল করে। আর এখন বলা হচ্ছে কেরলে ৭ জুন অথবা তার থেকেও ৩-৪ দিন পর ঢুকবে বর্ষা।

কেরলে দেরি করে বর্ষা ঢোকার ফলে পশ্চিমবঙ্গেও বর্ষা ঢোকার সময় পিছিয়ে যাবে এমনটাই আশা করা হচ্ছে। বর্ষার আগমনে বিলম্বিত হওয়ার কারণ হিসেবে হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের ফলে মৌসুমী বায়ুর প্রবেশের পথে তা বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে গরম থেকে কোনোভাবেই মুক্তি মিলবে না আগামী দিন কয়েক।

অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আরব সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘন্টার মধ্যে গভীর থেকে গভীরতম নিম্নচাপে পরিণত হবে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে।