জেলায় জেলায় ছাগল তাড়ানো বৃষ্টি! কবে মিলবে মুক্তি! জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : চলতি বছরের জুলাই মাস পর্যন্ত বৃষ্টির (Rain) ব্যাপক ঘাটতি লক্ষ্য করা গিয়েছে দক্ষিণবঙ্গে। মূলত টানা তাপপ্রবাহ, বর্ষার (Monsoon) পরে আগমন ইত্যাদির কারণে ৪০ শতাংশেরও বেশি বৃষ্টির অভাব লক্ষ্য করা গিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। এমন পরিস্থিতিতে চাষাবাদের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে চাষীদের। তবে আগস্ট মাসের শুরু থেকে কিছুটা হলেও স্বস্তি মিলে ছিল হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। কিন্তু সেই পূর্বাভাসও ধোকা দিল।

ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার সাঁড়াশি আক্রমণে দিন কয়েক ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টির মুখোমুখি হচ্ছে। তবে যে পরিমাণ বৃষ্টির আশা করা হচ্ছিল তার ধারে কাছে নেই। যেখানে পরিস্থিতি অনুযায়ী হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সেই জায়গায় এমন বৃষ্টি হয় যা দেখে মানুষজন বলছেন ‘ছাগল তাড়ানো বৃষ্টি’।

তবে এসবের মধ্যেও বুধবার এবং বৃহস্পতিবারও বৃষ্টির কিছুটা হলেও দাপট দেখা যাবে। হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের দাপটে জেলায় জেলায় বৃষ্টির মেজাজ থাকবে। হিমালয় সংলগ্ন এলাকায় মৌসুমী অক্ষরেখা, আরও একটি মৌসুমী অক্ষরেখা বিহারের ভাগলপুর থেকে মালদার উপর দিয়ে মণিপুর পর্যন্ত এই অক্ষরেখা অবস্থান করার পাশাপাশি উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে এমন আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

খুব ভারী বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলেছে গত কয়েক দিনে। এরই মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে আবারও জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে।

এর পাশাপাশি বর্তমান এই পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার এবং বৃহস্পতিবার পরপর দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দিতে বারণ করা হয়েছে। এছাড়া হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের দুই থেকে তিন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার এবং একটানা বৃষ্টি হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আপাতত শুক্রবার থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসবে বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে।