হঠাৎ ধেয়ে আসবে কালো মেঘ, বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি কাঁপাবে এই সকল জেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তীব্র গরমে চারদিকে নাজেহাল অবস্থা সাধারণ মানুষদের। জুন মাসের ১৭ তারিখ এসে গেলেও তাপপ্রবাহ (Heatwave) থেকে মুক্তি নেই বাসিন্দাদের। গত বেশ কয়েক বছরে এইরকম পরিস্থিতি সচরাচর দেখা যায়নি। ভয়ঙ্কর এই পরিস্থিতি থেকে প্রতিটি মানুষই মুক্তি পেতে চাইছেন। প্রতিটি মানুষ তাকিয়ে রয়েছেন বর্ষার (Monsoon) আগমনের দিকে।

Advertisements

দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলার তাপমাত্রার পারদ এখনও ৪২ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণের বাকি জেলাগুলির তাপমাত্রাও কম কিছু নেই। অধিকাংশ জেলার তাপমাত্রা এখন ৪০ ডিগ্রীর কাছাকাছি। তবে এরই মধ্যে শনিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

Advertisements

দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত সেই ভাবে বৃষ্টির দেখা না মিললেও উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালো বৃষ্টির পূর্বাভাস রয়েছে, শুধু তাই নয় পাহাড়ের এই পাঁচ জেলার ক্ষেত্রে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisements

শনিবার বিকেল বেলার পর দক্ষিণবঙ্গের যে সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সকল জেলাগুলি হল, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া। এই সকল জেলার মধ্যে বীরভূম এবং পশ্চিম বর্ধমানের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পার করেছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই সকল জেলায় শনিবার বিকাল বেলায় হঠাৎ আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি কাঁপাবে এলাকা।

তবে এই ঝড় বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও রবিবার নতুন করে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলার জন্য। রবিবার বিকালের পর ঝড় বৃষ্টি দেখা যাবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায়। এর পাশাপাশি বৃষ্টির দেখা মিলতে পারে দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতেও।

Advertisements