নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে জুন মাসের ১০-১১ তারিখ নাগাদ একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে। সেই পূর্বাভাস মতই শুক্রবার এই নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বলে জানা গিয়েছে। এই নিম্নচাপের হাত ধরেই রাজ্যে যেমন বর্ষার আগমন ঘটবে ঠিক তেমনি আগামী কয়েকটা দিন রাজ্যের একাধিক জেলায় বিপুল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ ওড়িশার দিকে চলে যাবে। তবে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে।
মালদা, উত্তর দিনাজপুর এবং দুই ২৪ পরগনায় শুক্রবারই বর্ষার আগমন ঘটেছে। আর এই নিম্নচাপের হাত ধরে আগামী দুই দিনের মধ্যেই গোটা রাজ্যে বর্ষার আগমন ঘটবে। পাশাপাশি শুক্রবার জন্য চাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে।
হওয়া অফিসের পূর্বাভাস শনিবার এবং রবিবার রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। শনিবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। পাশাপাশি এই দুই দিন উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।
অন্যদিকে হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের তৈরি হওয়া এই নিম্নচাপ প্রভাব পশ্চিমবঙ্গে পড়লেও এর সব থেকে বেশি প্রভাব পড়বে উড়িষ্যায়। সেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।