এমনকি মঙ্গলবার রণবীরের মুম্বাই-র বাড়িতে পুলিশও হাজির হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদও করা হয় বহুক্ষন। অল ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার অ্যাসোসিয়েশন এই দিন সময় রানার শো ব্যান করার দাবি জানান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। যেখানে দেখা যায় রণবীর (Ranveer Allahbadia) এক প্রতিযোগীকে তার বাবা-মায়ের যৌনতা নিয়ে প্রশ্ন করে। এই ধরনের প্রশ্ন শুনে স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যায় সেই প্রতিযোগী। এর পরেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে মুহূর্তে ভাইরাল হয় এবং তীব্র নিন্দার ঝড় ওঠে। রণবীরের মন্তব্য-বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে সংসদেও।
৩১ বছর বয়সি রণবীর আল্লাহবাদিয়ার (Ranveer Allahbadia) জন্ম এক ব্যবসায়ী পরিবারে। তার চ্যানেলের নাম বিয়ার বাইসেপস। ২০১৪ সালে ইউটিউব চ্যানেল খোলেন তিনি। স্বাস্থ্য, আধ্যাত্মিকতা, সেলফ ইমপ্রুভমেন্ট থেকে সিনেমা প্রভৃতি নানান বিষয়ে পডকাস্ট করেন রণবীর। পডকাস্ট করেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে সম্প্রতি বেফাঁস মন্তব্য করায় অনুরাগীদের বিরাগভাজন হন তিনি। তবে বিতর্কে জড়িয়ে পড়া রণবীরের সম্পত্তির পরিমাণ কি আপনার জানা আছে? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ব্যাপারে।
আরও পড়ুন: আবারো UPSC পরীক্ষায় বাজিমাত করলো বাংলা, দেশের মধ্যে প্রথম স্থান পেলেন এই বঙ্গ তনয়
জানা যায়, রনবীর (Ranveer Allahbadia) ইউটিউব থেকে মাসে আয় করেন ৩৫ লক্ষ। ইউটিউব ছাড়াও তার আরো ৬ ধরনের ব্যবসা রয়েছে। তার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৬০ কোটি। ইনস্টাগ্রামে ৪.৫ মিলিয়ন ফলোয়ার, ১.০৫ কোটি ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। সাম্প্রতিক বিতর্কে একদিনেই ২ মিলিয়ন ফলোয়ার খুইয়েছেন তিনি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তার এই মন্তব্যে সমালোচনা করেছেন। এমনকি কঠোর পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন। ইন্ডিয়া’স গট ট্যালেন্টে রণবীরের করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তিনি জানান দুই ইউটিউবার, কৌতুক অভিনেতা ও প্যানেলে থাকা অন্যান্যদের বিরুদ্ধে রাজ্য পুলিশ এফআইআর দায়ের করেছে। শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, কৌতুকের নামে কোনও অশ্লীল ভাষা ব্যবহার করাকে মেনে নেওয়া যায় না। সভ্যতার সীমা অতিক্রম করা গ্রহণযোগ্য নয়। একটি প্ল্যাটফর্ম পাওয়া মানে যা খুশি তাই বলা যায় না।