Reliance Retail: বাবা বিলিয়নিয়ার হলেও মাসিক বেতনে কাজ করেন মুকেশ কন্যা ইশা, জানুন মাসে কত টাকা পান

Isha Ambani’s monthly salary for managing Reliance Retail is surprising: মুকেশ আম্বানি এমন একজন ভারতীয় ব্যবসায়ী যাকে এক কথায় ভারতের ধনকুবের বলেই চিহ্নিত করা যায়। শুধুমাত্র আমাদের দেশের নয়, সমগ্র এশিয়ার সর্ববৃহৎ শিল্পপতি দের মধ্যে তিনি অন্যতম। ব্যবসার দুনিয়ায় তার একচ্ছত্র আধিপত্য বর্তমানে তিনি যত প্রসারিত করেছেন, সেই সঙ্গে নিজের তিন সন্তান ইশা, আকাশ এবং অনন্ত আম্বানির মধ্যে ব্যবসার দায়িত্বও ভাগ করে দিয়েছেন। শোনা যায় বর্তমানে রিলায়েন্স রিটেল (Reliance Retail) এর উন্নতি ঘটেছে মুকেশ ও নীতা আম্বানির একমাত্র কন্যা ইশা আম্বানির হাত ধরেই।

জানা যায় আম্বানি দের ব্যবসা ক্ষেত্রের টেলিকম বিভাগ এবং রিলায়েন্স জিও র দায়িত্ব রয়েছে আকাশ অম্বানির উপর। রিলায়েন্স এর নিউ এনার্জি বিজনেসের দায়িত্ব আবার সামলান মুকেশ নীতার ছোট ছেলে অনন্ত অম্বানি। আর রিলায়েন্স রিটেল এর দায়িত্ব সামলান ইশা আম্বানি। বর্তমান সময়ে দাঁড়িয়ে রিলায়েন্স রিটেল (Reliance Retail) এর বাজারমূল্য সাম্প্রতিক বহু বড় বড় সংস্থাকে এক নিমেষে পিছনে ফেলে দিতে পারে। বর্তমানে রিলায়েন্স রিটেল ব্যবসা ক্ষেত্রে যে স্থশে পৌঁছে গেছে তার অধিকাংশ কৃতিত্বই মুকেশ কন্যা ইশার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের লাভের একটা বড় অংশ নির্ভর করে রিলায়েন্স রিটেল এর উপর।

একদিকে ইশা আম্বানি যেমন ভারতের ধন কুবের মুকেশ আম্বানির কন্যা, অন্যদিকে তিনি আবার রিয়েল এস্টেট টাইকুন আনন্দ পিরামলের স্ত্রী। ফলে বলাই বাহুল্য আর্থিক দিক নিয়ে তাকে কখনোই চিন্তিত থাকতে হয় না। তবে জানা যায় কাজের জায়গায় ইশা নিজেকে রিলায়েন্স কর্তার মেয়ে নয়, বরং একজন সাধারণ কর্মচারী বলেই মনে করেন এবং নিজের কাজের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বেতন ও পান। সেই বেতনের পরিমাণ কত জানেন?

আরও পড়ুন 👉 Jio Brain: AI জগতে মুকেশ আম্বানির বড় এন্ট্রি! Jio লঞ্চ করল Jio Brain, সুবিধা বাড়বে লক্ষ লক্ষ মানুষের

ইশা আম্বানি প্রতি মাসে রিলায়েন্স রিটেল (Reliance Retail) থেকে পান ৩৫ লক্ষ টাকা। অর্থাৎ বছরে তার আয় ৪.২ কোটি টাকা। এই পরিমাণ বেতনে কাজ করেই রিলায়েন্স রিটেল কে তিনি নিজের দায়িত্বে এগিয়ে নিয়ে চলেছেন উন্নতির শিখরে। স্বাভাবিক ভাবেই তার প্রাপ্ত এই টাকার অঙ্ক শুনলে সাধারণ মানুষের চোখ কপালে ওঠেই। মুকেশ ও নীতার কন্যার সম্পত্তির পরিমাণ ও চমকে যাওয়ার মত।

জানা যায় ইশা অম্বানির মোট নিজস্ব সম্পত্তির পরিমাণ আনুমানিক ১০০ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৮২৯.৫ কোটি টাকায়। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ইশা অম্বানির নেতৃত্বে পরিচালিত রিলায়েন্স রিটেল সংস্থার ১৮ হাজার ৫০০ টি দোকান রয়েছে। এই রিলায়েন্স রিটেলের বর্তমান বাজার মূল্য ৮৩৬১ লক্ষ কোটি টাকা। বর্তমানে ইশা আম্বানির রিলায়েন্স রিটেলের (Reliance Retail) অধীনে রয়েছে আজিয়ো, টিরা, ডানজো, নেটমেডস, রিলায়েন্স ট্রেন্ডস।