এক ঝটকাই বাড়লো কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, ভোট ঘোষণা হতেই কড়া কমিশন

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হোক অথবা অন্যান্য রাজ্যের বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচন পরিচালনা করা হয়ে থাকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। তবে এবারের ভোটে নজিরবিহীনভাবে ভোট ঘোষণা হওয়ার আগেই রাজ্যে পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণা হওয়ার আগে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় রাজ্যের একাধিক জেলায়।

Advertisements

Advertisements

ভোট ঘোষণা হওয়ার পর ধাপে ধাপে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ১২৫ কোম্পানি। আর এবার নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ কমিশনের হিসাব অনুযায়ী ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ধার্য করা হয়েছে। আর এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাবে আগামী ৮ই মার্চের মধ্যে।

Advertisements

কমিশনের আগাম ঘোষণা মত রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর সেনা জওয়ান এরিয়া ডমিনেশন, রুট মার্চ এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার কাজ শুরু করে দিয়েছে। সুষ্ঠু এবং অবাধ ভোটের লক্ষ্যেই এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের এমন তৎপরতা। আর নতুন করে ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের নির্দেশে ইতিমধ্যেই নবান্নকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

[aaroporuntag]
জানা যাচ্ছে নতুন করে আসা ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৭০ কোম্পানি CRPF, ১৩ কোম্পানি BSF, ২৫ কোম্পানি CISF, ২০ কোম্পানি ITBP এবং ৪১ কোম্পানি SSB থাকছে। এইসকল সেনাবাহিনীদের রাজ্যের বিভিন্ন জেলায় ধাপে ধাপে মোতায়েন করা শুরু হয়ে যাবে। আর সেই মোতায়েনের কাজ ৮ মার্চের মধ্যেই হয়ে যাবে বলেও মনে করা হচ্ছে।

Advertisements