বিধবাদের জন্য সুখবর দিল রাজ্য সরকার, নতুন ভাতা চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য একের পর এক প্রকল্পের উদ্বোধন করেছে। সেই সকল প্রকল্পে নাগরিকরা নানান সুবিধা পাওয়ার পাশাপাশি গত বিধানসভা নির্বাচনের সময় থেকে সরকারের পরিকল্পনা আরও বৃহত্তর হয়। মহিলা ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে একাধিক আরও নতুন প্রকল্প আনা হয়।

Advertisements

রাজ্যের বৃহত্তম ভোটব্যাঙ্ক মহিলা ভোটব্যাঙ্ক যাতে হাতছাড়া না হয় তার জন্য রাজ্য সরকার আরও একাধিক প্রকল্প আনতে বদ্ধ পরিকর। মহিলাদের সামাজিক সুরক্ষা এবং ভাতা নিয়ে সুনিশ্চয়তা আনতেই এই সকল একাধিক প্রকল্প। সম্প্রতি রাজ্যের তরফ থেকে পেশ করা অন্তর্বর্তী বাজেটেও এই নানান মহিলাদের জন্য প্রকল্পের ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Advertisements

রাজ্য সরকারের এই সকল একাধিক পদক্ষেপের মধ্যে এবার সুখবর পেলেন রাজ্যের বিধবা মহিলারা। বিধবাদের সামাজিক সুরক্ষা এবং ভাতা সুনিশ্চিত করতে রাজ্য সরকার নতুন করে ৮ লক্ষ মহিলাকে বিধবা ভাতা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে শুধু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এমনটা নয়, আগামী ২৩ মার্চ ইনডোর স্টেডিয়ামে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, এযাবত বিধবা মহিলারা যে ভাতা পেতেন সেই ভাতার দরুন রাজ্য সরকারের তরফ থেকে যে অর্থ বরাদ্দ করা হত তা এখন বাড়িয়ে করা হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা। বর্তমানে ১৩ লক্ষের বেশি বিধবা ভাতা পেয়ে থাকেন। এই সংখ্যা নতুন পরিকল্পনা অনুযায়ী বাড়তে চলেছে ৮ লক্ষ। সুতরাং রাজ্যে বিধবা ভাতা পাবেন ২১ লক্ষ বিধবা।

নতুন করে এই ৮ লক্ষ বিধবা তাদের ভাতার জন্য আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আগেই জানিয়েছিল, যারা আবেদন করেছেন তাদেরও ভাতার আওতায় আনা হবে। সেই মতই এই পরিকল্পনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে আগামী বুধবার।

Advertisements