আশঙ্কায় সত্যি হলো, বীরভূমে করোনা রোগীর সংখ্যা বেড়ে হলো ৬

নিজস্ব প্রতিবেদন : দেশের পাশাপাশি রাজ্যে যখন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে তখনও বীরভূম গ্রীন জোনে। প্রথম দফার লকডাউন শেষ করে দ্বিতীয় দফা শুরু হলেও একজনের শরীরেও সংক্রমণের দেখা মেলেনি এই জেলায়। এরপর হঠাৎ করেই গত সপ্তাহের শুক্রবার মুম্বাই ফেরত তিনজনের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বীরভূম গ্রীন জোন ছেড়ে হয়ে যায় অরেঞ্জ জোন। তবে জেলায় প্রথম করোনা সংক্রমণ ধরা পড়লেও সংখ্যাটা ৩ দেখে অনেকেই স্বস্তির মধ্যে ছিলেন। আর এবার সেই কালো মেঘের ছায়া।

অরেঞ্জ জোনে থাকা বীরভূমে মঙ্গলবার রাত ১০:৩০ টার রিপোর্ট অনুযায়ী আরও তিন ব্যক্তির শরীরে ধরা পরে করোনা ভাইরাসের সংক্রমণ। মল্লারপুরের পর এবার রামপুরহাট ও দুবরাজপুর, সোশ্যাল মিডিয়ায় এই সকল রিপোর্ট ঘুরে বেড়াতে শুরু করে। এই সকল পরিসংখ্যান অনুযায়ী জেলায় সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। আর এই সংখ্যা বাড়তেই জেলার বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।

রামপুরহাটের ১ নম্বর ব্লকের কৃষাণ মাণ্ডির কোয়ারেন্টাইনে থাকা এক যুবকের করোনা পজিটিভ হলো। ওই যুবক কর্মসূত্রে হাওড়ায় থাকতেন। কয়েকদিন আগে রামপুরহাট আসেন। কয়েকদিন সে রামপুরহাটের কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। গত ২ মে তার শরীরের সোয়াব নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৫ মে রাত্রি সাড়ে দশটা নাগাদ তার শরীরে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে।

আর দুবরাজপুর এলাকার বাসিন্দারা মুম্বাই থেকে ফেরেন। যাদের মধ্যে একজন ক্যানসার রোগী ও দ্বিতীয় জন সহযাত্রী বলে জানা যায়। আর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এই সকল তথ্য অর্থাৎ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা সত্যি হলো। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করোনা বুলেটিন পেশ করে জানানো হয় বীরভূমে মোট সংক্রামিত বর্তমানে ৬।