Bharat Atta Bharat Chal: আরও সহজে মিলবে ভারত আটা, ভারত চাল! নয়া ব্যবস্থা কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের মানুষদের কাছে সস্তায় যাতে চাল, আটা পৌঁছে দেওয়া যায় তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সকল ব্যবস্থার মধ্যে সরকারের তরফ থেকে চালু করা হয়েছে ভারত আটা (Bharat Atta), ভারত চাল (Bharat Chal)। বাজারের তুলনায় অনেক সস্তায় এই সকল আটা, চাল দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে বাজারে আটা, চাল যে দামে বিক্রি হয় তার থেকে অনেক সস্তায় দেওয়ার জন্য প্রতি কিলো আটার দাম রাখা হয়েছে ২৭.৫০ টাকা। অন্যদিকে চালের দাম রাখা হয়েছে প্রতি কিলো ২৯ টাকা। তবে এই সকল প্রকল্পের মধ্য দিয়ে কোথায় পাওয়া যাবে এই ধরনের চাল, আটা তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে সংশয় ছিল। এসবের পরিপ্রেক্ষিতেই নতুন এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisements

নতুন ব্যবস্থা অনুযায়ী রেলস্টেশনগুলিতে এই ধরনের সামগ্রী বিক্রি করার জন্য পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে এমন ব্যবস্থা নেওয়ার ফলে রেলস্টেশন নিকটবর্তী এলাকায় যে সকল বাসিন্দারা বসবাস করেন তারা সহজেই সরকারের এই সকল খাদ্য সামগ্রী বাজারে তুলনায় কম দামে বাড়ি আনতে পারবেন। আবার যে সকল রেল যাত্রীরা রয়েছেন তারাও স্টেশনে নেমে এই সকল সামগ্রী কিনতে পারবেন। একইভাবে রেলস্টেশন পরিচিত একটি জায়গা হওয়ার কারণে অন্যান্যরাও সহজেই সেখানে পৌঁছে এমন জিনিসপত্র ক্রয় করতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Dibang River Dam: চীনের কানের তলায় দেশের বৃহত্তম বাঁধ বেঁধে লাটাই কাড়তে চলেছে ভারত, খরচ কত, মিলবে কি সুবিধা

যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে যে চাল ও আটা দেওয়া হচ্ছে তা দেশের সমস্ত রেলস্টেশনে আপাতত চালু করা হয়নি। এখন পরীক্ষামূলকভাবে তিন মাসের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। মূলত উত্তর-পূর্ব রেলওয়েতে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষামূলকভাবে তিন মাস চালানোর পর আশা করা হচ্ছে পরবর্তীতে দেশের অন্যান্য রেলস্টেশনগুলিতেও এমন ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা যাচ্ছে বর্তমানে ৫০৫টি রেল স্টেশনে বিক্রি করা হচ্ছে ভারত আটা, ভারত চাল।

যে সকল রেলস্টেশনকে এই ধরনের সামগ্রী বিক্রি করার জন্য বেছে নেওয়া হয়েছে সেখানে একটি মোবাইল ভ্যান পৌঁছে যাবে এবং দু’ঘণ্টা থাকবে। সেই সময়ের মধ্যে গ্রাহকরা চাইলে ভারত আটা, ভারত চাল সহ অন্যান্য যে সকল সামগ্রী বিক্রি করা হয় সেগুলি কিনতে পারবেন। যে সকল রেলস্টেশন বেছে নেওয়া হয়েছে তার মধ্যে লখনৌ, গোরখপুর, ছাপরা, বেনারস ইত্যাদি স্টেশনের নাম রয়েছে। তবে উত্তর-পূর্ব রেলওয়ে ছাড়া আপাতত পূর্ব রেল বা দেশের অন্য কোন জোনের স্টেশন এই তালিকায় আসেনি।

Advertisements