MakeMyTrip Offer: চার ভাগের একভাগ টাকায় আগেভাগে লক করুন নিজের সিট! সহজেই মিলবে ট্রেনের কনফার্ম টিকিট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দিন ভারতীয় রেলে (Indian Railways) যাত্রী সংখ্যা বাড়ছে। দিন দিন যাত্রী সংখ্যা এতটাই বাড়ছে যে ট্রেনের টিকিট এখন কনফার্ম করাটাই হলো বিশাল ভাগ্যের ব্যাপার। বিশেষ করে পিক সিজনে বেশ কিছু রুট রয়েছে যেগুলিতে টিকিট কনফার্ম করা কপালের জোর। তবে এমন পরিস্থিতিতেই এবার এমন এক সুবিধা এলো যার ফলে যাত্রীরা আগেভাগেই নিজের সিট লক করে রাখতে পারবেন।

Advertisements

ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে এবার যে সুবিধা পাওয়া যাচ্ছে তাতে যাত্রীরা সফরের অনেক আগেই টিকিটের দামের চার ভাগের একভাগ টাকা দিয়ে নিজেদের সিট বুকিং করে রাখতে পারবেন। সফরের অনেক আগে টিকিট বুকিং করার ক্ষেত্রে পুরো টাকা দিতে না হওয়ার ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।

Advertisements

চার ভাগের এক ভাগ টাকা অর্থাৎ ২৫ শতাংশ টাকা দিয়ে আগেভাগে টিকিট বুকিং করে রাখার এমন অফার অবশ্য সবাই দিচ্ছে না। এই অফার দেওয়া হচ্ছে কেবলমাত্র MakeMyTrip এর তরফ থেকে। MakeMyTrip IRCTC-র সঙ্গে চুক্তিবদ্ধভাবে ট্রেনের টিকিট বিক্রি করে থাকে। আর তাদের তরফ থেকেই এবার যাত্রীদের জন্য এমন একটি অফার (MakeMyTrip Offer) আনা হয়েছে, যে অফারের মাধ্যমে যাত্রীরা ২৫ শতাংশ টাকা দিয়েই আগাম নিজেদের টিকিট বুকিং করে রাখতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Gold Mine: কপাল খুলল বাংলার পড়শী রাজ্যের! মাটির নিচে মিলল টন টন মজুত সোনা

MakeMyTrip ট্রেনের পাশাপাশি বাসের টিকিটের ক্ষেত্রেও এমন সুবিধা প্রদান করছে। সংস্থার তরফ থেকে নতুন এই সুবিধা প্রদানের জন্য সিট লক নামে একটি ফিচার আনা হয়েছে। আর ওই ফিচারের মাধ্যমেই যাত্রীরা টিকিট বুকিং করার সময় পুরো টাকা না দিয়ে মাত্র ২৫ শতাংশ টাকা দিয়ে নিজেদের সিট লক করে রাখতে পারবেন। তবে টিকিটের যা দাম তা পরে যাত্রীদের মিটিয়ে দিতে হবে সংস্থাকে। পুরো টিকিটের দাম সফরের ২৪ ঘন্টা আগে মেটাতে হবে যাত্রীদের।

মূলত এই ব্যবস্থার ফলে কেউ যদি আগে থেকেই কোথাও যাওয়ার প্ল্যান করে রেখেছেন অথচ তার কাছে পর্যাপ্ত টাকা নেই, তাহলে তিনি টিকিটের চারভাগের এক ভাগ টাকা দিয়েই নিজের টিকিট বুক করতে পারবেন। সংস্থার তরফ থেকে এই ধরনের একাধিক ফিচার সম্প্রতি আনা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। সংস্থার তরফ থেকে কানেক্টেড ট্রাভেল নামে একটি ফিচার আনা হয়েছে, যে ফিচারটি আবার যাত্রার ক্ষেত্রে বাস অথবা ট্রেন ইত্যাদির মাধ্যমে কিভাবে সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা সেই বিষয়েও বিবরণ দেওয়া শুরু করেছে। এর ফলে সফর অনেকটাই সহজ হয়ে যাবে যাত্রীদের।

Advertisements