Free LPG Connection: এবার আরও সহজে মিলবে ফ্রি রান্নার গ্যাস কানেকশন! বড় আপডেট দিল কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের প্রতিটি অধিকাংশ পরিবারের কাছেই রান্নার গ্যাস কানেকশন এবং রান্নার গ্যাস সিলিন্ডার (LPG) অত্যন্ত জরুরী উপাদানে পরিণত হয়েছে। পরিবেশ দূষণ থেকে শুরু করে পরিশ্রম সব দিক দিয়েই রক্ষা পেতে রান্নার গ্যাস কানেকশন ও রান্নার গ্যাস সিলিন্ডারের বিকল্প হবে না। আর যে কারণেই এবার কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন (Free LPG Connection) দেওয়ার জন্য ফের এক বড় পদক্ষেপ নিল।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের প্রতিটি পরিবারের রান্নার গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার জন্য ২০১৬ সালের ১ মে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা প্রকল্পের (PM Ujjwala Yojana Scheme) সূচনা করা হয়েছিল। যে প্রকল্পের আওতায় ইতিমধ্যেই দেশের ১০ কোটির বেশি পরিবারে পৌঁছে দেওয়া হয়েছে অন্ততপক্ষে একটি করে রান্নার গ্যাস কানেকশন। আর এবার এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ইতিমধ্যেই ২ কোটির বেশি গ্রাহকরা রান্নার গ্যাস কানেকশন পেয়ে গেছেন।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প ২.০ এর আওতায় যেমন একেবারেই সম্পূর্ণ বিনামূল্যে নতুন রান্নার গ্যাস কানেকশন দেওয়া হচ্ছে, ঠিক সেই রকমই নতুন রান্নার গ্যাস কানেকশন পাওয়ার ক্ষেত্রে আবেদনেও অনেক সহজ ব্যবস্থা আনা হয়েছে। যে সকল মহিলারা বিপিএল তালিকাভুক্ত, নদী দ্বীপে বসবাস করেন, তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীভুক্ত, চা বাগানে কর্মরত মহিলারা এবং সার্বিকভাবে অনগ্রসর শ্রেণীর পরিবারের সদস্যরা এই প্রকল্পের আওতায় রান্নার গ্যাস কানেকশন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

Advertisements

আরও পড়ুন ? LPG Booking Discount: আরও ১০০ টাকা সস্তা! আরও কম দামে রান্নার গ্যাস! বুকিংয়েই লুকিয়ে আসল পদ্ধতি

রান্নার গ্যাস কানেকশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে সরাসরি স্থানীয় ডিস্ট্রিবিউটরদের কাছে যোগাযোগ করা যেতে পারে। তবে এর পাশাপাশি বাড়িতে বসেও আবেদন করতে পারবেন উপভোক্তারা। বাড়িতে বসে আবেদন করা ছাড়াও আগে থেকেই https://www.pmuy.gov.in/ ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে ফিলাপ করে জমা দেওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে যারা সরাসরি অনলাইনে আবেদন জানাতে চান তাদের https://www.pmuy.gov.in/ujjwala2.html ওয়েবসাইটে ক্লিক করতে হবে এবং সেখানে থাকা Click Here to apply for New Ujjwala 2.0 Connection অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি কোন সংস্থার কানেকশন নিতে চান তা বেছে নিতে হবে। এক্ষেত্রে কেউ যদি Indane সংস্থার কানেকশন নিতে চান তাহলে ওই সংস্থার নাম যেখানে রয়েছে সেখানে ক্লিক জানাতে হবে। এরপর নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি দেওয়ার পর আপনাকে আপনার পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এরপর অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে পুনরায় লগইন করে পরবর্তী পর্যায়গুলি মেনে আবেদন করতে হবে। আবেদন করার সময় যে সকল নথি প্রয়োজন হবে সেগুলি হল বিপিএল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, একটি পাসপোর্ট সাইজের ছবি, পরিচয়ের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণ, বিপিএল রেশন কার্ড, পরিবারের সকল সদস্যের আধার নম্বর, ব্যাঙ্ক পাসবুক বা জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। তবে এই পর্যায়ে যদি কারো বিষয়টি কঠিন মনে হয় তাহলে তিনি সরাসরি ডিস্ট্রিবিউটারের কাছেও আবেদন জানাতে পারবেন।

Advertisements