নিজস্ব প্রতিবেদন : বাংলার বুকে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেই সকল পর্যটন কেন্দ্রের মধ্যে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি হল দীঘা (Digha) এবং দার্জিলিং (Darjeeling)। দীঘা ও দার্জিলিং এমন জনপ্রিয় পর্যটন কেন্দ্র যে তা পর্যটকদের সংখ্যার নিরিখে দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিকে টেক্কা দিয়ে থাকে। পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকতের টানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটকরা ছুটে আসেন, ঠিক সেই রকমই পাহাড়ের টানেও হাজার হাজার পর্যটকরা ছুটে যান।
দিঘা ও দার্জিলিঙে যে সকল পর্যটকরা দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তাদের অধিকাংশরাই মূলত ট্রেনের উপর নির্ভরশীল। এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বাস এবং ব্যক্তিগত যানবাহন। তবে যেহেতু ট্রেনের ওপর নির্ভর করেই অধিকাংশ যাত্রীরা দীঘা ও দার্জিলিংয়ে আসেন তাই রেলের (Indian Railways) তরফ থেকে এবার বড় এক পদক্ষেপ নেওয়া হল, যে পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দীঘা ও দার্জিলিং ভ্রমণ আরও সহজ হবে।
রেলের তরফ থেকে দীঘায় যাতে আরও বেশি সংখ্যক পর্যটক পৌঁছে দেওয়া যায় অথবা দীঘা থেকে নিজেদের বাড়ি পৌঁছে দেওয়া যায় তার জন্য একটি ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ওই ট্রেনটির কোচ সংখ্যা বেড়ে যাচ্ছে। অন্য দিকে দীঘা ছাড়াও উত্তরবঙ্গগামী একটি ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন দুটি ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।
আরও পড়ুন ? Ahaldhara View Point: দার্জিলিং-সিকিম অতীত! এবার ঘুরে আসুন এই পাহাড়ি স্পট, গেলে আর ফিরতে মন চাইবে না
রেল সূত্রে জানা গিয়েছে, ১৩৪১৭ ও ১৩৪১৮ মালদা টাউন এক্সপ্রেস এবং দীঘা এক্সপ্রেস ট্রেনের সাধারণ শ্রেণীর কোচ সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এই ট্রেনে একটি দ্বিতীয় শ্রেণীর কোচ যুক্ত করা হবে। এর ফলে ট্রেনটিতে এবার আগের তুলনায় অনেক বেশি যাত্রী ভ্রমণ করতে পারবেন। এই ট্রেনটিতে কোচ সংখ্যা বৃদ্ধির ফলে মালদা ছাড়াও বিভিন্ন এলাকার বাসিন্দারা উপকৃত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।
অন্যদিকে উত্তরবঙ্গগামী শিয়ালদা-নিউ জলপাইগুড়ি-শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনের কোচ সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে। এই ট্রেনটিতে এসি কোচ সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এই ট্রেনটিতে একটি এসি থ্রি টায়ার এবং একটি এসি টু টায়ার কোচ বৃদ্ধি করা হবে। ১৩১৪১/১৩১৪২ তিস্তা তোর্সা এক্সপ্রেস বাড়তি দুটি কোচ নিয়ে আগামী ৩১ জানুয়ারি থেকেই ছুটতে শুরু করবে।