নিজস্ব প্রতিবেদন : পুজোর মরশুম আসা মানেই বাড়ি থেকে বেরিয়ে পড়ার পালা শুরু হয়। মূলত উৎসবের মরশুমে টানা ছুটি থাকার কারণে অধিকাংশ মানুষই কোন না কোন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন। ঘুরতে যাওয়ার ক্ষেত্রে প্রথমেই যে নাম বাঙ্গালীদের মনে পড়ে তা হল ‘দিপুদা’, অর্থাৎ দীঘা, পুরী অথবা দার্জিলিং। তবে এসবের বাইরেও আবার অনেকেই রয়েছেন যারা উত্তরবঙ্গের অন্যান্য জায়গা ঘুরতে যেতে পছন্দ করেন। এবার সেই সকল মানুষদের জন্য নতুন পরিষেবা নিয়ে আসতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)।
এমনিতে অধিকাংশ মানুষকেই দেখা যায় কোথাও ঘুরতে যাওয়ার জন্য তারা ট্রেনের উপরই নির্ভর করে থাকেন। মূলত কম খরচ এবং স্বাচ্ছন্দে যাতায়াত করার পরিপ্রেক্ষিতেই রেল পরিষেবার উপর নির্ভরশীলতা বাড়ে। তবে পুজোর মরশুমে প্রচুর মানুষ ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন আর সেই কারণে চাহিদা মত ট্রেনের টিকিট পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে যারা ডুয়ার্স (Dooars) ঘুরতে যেতে চাইছেন তাদের সুখবর দিয়েছে এনবিএসটিসি।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে যে সুখবর দেওয়া হয়েছে সেই সুখবর অনুযায়ী, ফের একবার শুরু হতে চলেছে কলকাতা আলিপুরদুয়ার বাস পরিষেবা। এই বাস পরিষেবা আগে চালু থাকলেও পর্যাপ্ত যাত্রী সংখ্যা না পাওয়ার কারণে গত তিন মাস ধরে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে এবার পূজোর সময় যাত্রী চাহিদা বাড়বে এই কথা মাথায় রেখেই ফের এই বাস পরিষেবা চালু করা হচ্ছে।
কলকাতা আলিপুরদুয়ার রুটে একমাত্র চালু থাকা সরকারি বাসটি পুনরায় চালু হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১২ অক্টোবর থেকে। এই বিষয়ে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, সাধারণ মানুষদের কথা মাথায় রেখেই পুনরায় এই বাস চালু করা হচ্ছে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, মূলত পুরাতন বাসগুলি বসিয়ে দেওয়ার কারণে বাসের অভাব হয় এবং তার কারণেই এই রুটের বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।
আলিপুরদুয়ার থেকে কলকাতা এবং কলকাতা থেকে আলিপুরদুয়ার যে বাসটি যাতায়াত করবে সেটি প্রতিদিন পরিষেবা দেবে বলে জানা গিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে। বাসটি প্রতিদিন আলিপুরদুয়ার থেকে ভোর ৫:০০ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে এবং কলকাতা থেকে সন্ধ্যা ৭ঃ০০ টায় আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে।