নিজস্ব প্রতিবেদন : নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের টানে বছরের প্রায় প্রতিদিনই ভারত থেকে বিপুলসংখ্যক পর্যটকরা নেপাল ভ্রমণে (Nepal Tour) যান। এবার যে সকল পর্যটকরা ভারত থেকে নেপালে ভ্রমণ করতে যাচ্ছেন তাদের আরও একটি সুবিধা মিলবে। এই সুবিধা মিলবে টাকা টান্সফার অর্থাৎ আর্থিক লেনদেনের ক্ষেত্রে।
সাম্প্রতিক কালের দিকে লক্ষ্য করলে দেখা যাবে, ভারতের বড় সংখ্যার মানুষ আর্থিক লেনদেনের ক্ষেত্রে নগদের ওপর নির্ভরশীলতা কমাচ্ছেন। অধিকাংশ মানুষকেই দেখা যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করতে। আবার ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে ইউপিআই (UPI)। কেননা এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান থেকে শুরু করে মোবাইল নম্বরের ভিত্তিতে সহজেই টাকা পাঠানো যায়।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ভারতে ইউপিআই ব্যবস্থাকে ব্যাপকভাবে চালু করার পাশাপাশি এখন বিদেশের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে সেই সকল দেশেও ইউপিআই চালু করা হচ্ছে। ঠিক সেই রকমই এবার এনপিসিআই ও NIPCL নেপালেও ইউপিআই ব্যবস্থা চালু করে দিল। দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে নেপালে ইউপিআই পরিষেবা চালু হয়েছে।
আরও পড়ুন ? Flipkart UPI: PhonePe, Gpay-র রাতের ঘুম উড়াতে বড় পদক্ষেপ Flipkart-র, লঞ্চ করে দিল UPI
নেপালে ইউপিআই ব্যবস্থা চালু হওয়ার ফলে এখন যে সকল ভারতীয়রা নেপালে ভ্রমণ করতে যাবেন তাদের কাছে যদি নগদ টাকা না থাকে তাহলেও তাদের কোন অসুবিধা হবে না। তারা ভারতীয় বাজারের মতোই ফোন পে, গুগুল পে, ভিম সহ অন্যান্য ইউপিআই পরিষেবা প্রদানকারী অ্যাপ থেকে পেমেন্ট করতে পারবেন। এই ব্যবস্থার ফলে ভারতীয় পর্যটকদের কাছে নেপালের টাকা থাকার প্রয়োজনও অনেকটাই কমে যাবে।
ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে ইউপিআই ব্যবস্থা নেপাল ছাড়াও সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সৌদি আরব, সংযুক্ত আরব আমির শাহী সহ বিভিন্ন দেশে আলোচনার ভিত্তিতে চালু করা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে যে সকল ভারতীয় নাগরিকরা ভ্রমণ অথবা অন্য কোন কাজে বিদেশ সফর করে থাকেন তাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে দিন দিন সহযোগিতা হয়ে দাঁড়াচ্ছে ইউপিআই।