নিজস্ব প্রতিবেদন : গরমের মরশুমে পর্যটকদের বড় অংশকে ভিড় জমাতে দেখা যাচ্ছে দার্জিলিং, সিকিম সহ বিভিন্ন পাহাড়ি এলাকায়। এই সকল জায়গা যাতায়াত করা অনেক সহজ হওয়ার কারণেই পর্যটকদের দিন দিন ভিড় বাড়ছে। তবে এবার এই সকল পর্যটন কেন্দ্র বাদে পর্যটকদের নৈনিতাল যাওয়ার জন্য সুখবর দিল রেল (Indian Railways)। কেননা এবার একটি স্পেশাল ট্রেনের ঘোষণা করা হলো, যাতে করে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে উত্তরাখণ্ডের নৈনিতালের কাছাকাছি লালকুয়ান জংশন (Lal Kuan Special Train)।
পর্যটকদের কাছে যেমন দার্জিলিং, সিকিমের মতো পর্যটন কেন্দ্রগুলি জনপ্রিয়, ঠিক সেই রকমই উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গার পাশাপাশি নৈনিতাল অত্যন্ত জনপ্রিয়। কিন্তু নৈনিতাল যাওয়ার জন্য হাতে গোনা কয়েকটি ট্রেন যাতায়াত করে থাকে। সম্প্রতি পর্যটকদের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার রেলের তরফ থেকে নৈনিতালের নিকটবর্তী স্টেশন লালকুয়ান জংশন পর্যন্ত একটি স্পেশাল ট্রেনের ঘোষণা করা হলো।
যে স্পেশাল ট্রেনটির ঘোষণা করা হয়েছে সেই ট্রেনটি মালদা টাউন রেলস্টেশন থেকে লালকুয়ান জংশন পর্যন্ত যাতায়াত করবে। এই ট্রেনটি যাতায়াত করার ফলে এখন খুব সহজেই পর্যটকরা মালদা টাউন স্টেশন থেকে নৈনিতাল পৌঁছে যেতে পারবেন। স্পেশাল এই ট্রেনটি ২৪ এপ্রিল থেকে চালানো শুরু হয়েছে এবং তা ২৬ জুন পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।
আরও পড়ুন ? NH 10: টানা তিন দিন বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়ক, অন্য পথে কালিম্পং-সিকিম যেতে হবে পর্যটকদের
মালদা টাউন থেকে লালকুয়ান পর্যন্ত স্পেশাল ট্রেনটি সপ্তাহে একদিন রওনা দেবে। ০৩৪১৫ ট্রেনটির ২৪ এপ্রিল থেকে প্রতি সপ্তাহের বুধবার রওনা দেওয়া শুরু করেছে। এই ট্রেনটি বিকাল ৫:১৫ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে লালকুয়ান জংশনের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি পরদিন সন্ধ্যা ৭:০৫ মিনিটে লালকুয়ান জংশন পৌঁছাবে।
অন্যদিকে ০৩৪১৬ ট্রেনটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লালকুয়ান জংশন থেকে মালদা টাউন রেল স্টেশনের উদ্দেশ্যে রাত ৯:০৫ মিনিটে রওনা দেবে। ট্রেনটি পরদিন রাত ১১ঃ৪৫ মিনিটে মালদা টাউন স্টেশন পৌঁছাবে। ০৩৪১৬ ট্রেনটি আগামী ২৭ জুন পর্যন্ত পরিষেবা দেবে।