SBI Home Loan: SBI-এ হোম লোন রয়েছে! এবার গুণতে হবে বেশি EMI, খারাপ খবর শোনালো ব্যাঙ্ক

Prosun Kanti Das

Published on:

Advertisements

In case of the SBI Home Loan, more EMI will be charged from now on: নিজের একটা বাড়ি কেনার শখ রয়েছে সবারই। বর্তমানে জিনিসপত্রের যে হারে দাম বেড়ে যাচ্ছে তাতে একটা বাড়ি সম্পূর্ণ নিজের টাকায় করা প্রায় অসম্ভব। স্বাভাবিকভাবেই বাড়ি করতে গেলে লোন নিতে হয় প্রত্যেকটা মানুষকেই। বাড়ি করার জন্য যারা লোন নিতে চাইছেন তাদের জন্য খারাপ খবর নিয়ে এলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হোম লোনের সুদের হার বাড়িয়ে দিয়েছে এসবিআই (SBI Home Loan)। অর্থাৎ লোন নিলে মাসে মাসে অতিরিক্ত সুদ দিতে হবে গ্রাহককে। দুশ্চিন্তার ছাপ ঋণ গ্রহিতাদের মাথায়।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ৩ দিনের ম্যারাথন মিটিং এর আয়োজন করা হয়েছিল। মিটিং এর পর ঘোষণা করা হয়েছিল যে এই বছর রেপো রেটের পরিমাণ বাড়ানো হবে না। তাহলে লোনের ক্ষেত্রে ইএমআই এর পরিমাণ বাড়ানোর কোন কারণ দেখা যাচ্ছিল না। ইএমআই এর পরিমাণ একই থাকবে এমনই আশা করেছিল সবাই। কিন্তু বাস্তবে তা ঘটেনি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার বাড়িয়েছে (SBI Home Loan) ১০ বেসিস পয়েন্টে। তবে শুধু হোম লোন নয়, এসবিআই থেকে নেওয়া যেকোনো লোনের ক্ষেত্রেই সুদের হার বেড়েছে একই হারে। প্রতিটি লোনের জন্য প্রদত্ত ইএমআই এর পরিমাণ বেড়েছে ০.১০ শতাংশ।

Advertisements

রেপো রেটের উপর নির্ভর করে প্রতিটি ব্যাংক একটি মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট নির্ধারণ করে থাকে। কিছু লোনের ক্ষেত্রে এমসিএলআর অনুযায়ী, ন্যূনতম সুদ ধার্য করে লোন দেওয়া যায় গ্রাহককে। তার মধ্যে অন্যতম হলো গৃহঋণ। কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই গৃহঋণের সুদের পরিমাণই (SBI Home Loan) বাড়িয়ে দিয়েছে। ১৫ই জুন থেকে নতুন সুদের হার ধার্য করা হয়েছে সমস্ত লোনের উপরে। কত দিনের, কত মেয়াদের জন্য বর্ধিত সুদের হার কত হলো তা জেনে নেওয়া যাক।

Advertisements

আরও পড়ুন ? Areoplane Ticket: বিমানের টিকিটে আসছে আচ্ছে দিন! আর গুনতে হবে না কাড়ি কাড়ি টাকা

ওভার নাইট লোনের ক্ষেত্রে আগে সর্বনিম্ন সুদের হার ছিল ৮ শতাংশ এখন তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮.১০%। ১ থেকে ৩ মাসের মেয়াদে লোন নিলে আগে সর্বনিম্ন সুদের হার ধার্য করা হতো ৮.২০ শতাংশ। বর্তমানে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৮.৩০ শতাংশ। ৬ মাসের মেয়াদে লোন নিলে সর্বনিম্ন সুদের হার ছিল ৮.৫৫ শতাংশ। বর্তমানে তা বেড়ে হয়েছে ৮.৬৫ শতাংশ। ১ বছরের মেয়াদের ক্ষেত্রে আগে সর্বনিম্ন সুদের হার ছিল ৮.৬৫% এখন বর্ধিত সুদের হার হয়েছে ৮.৭৫ শতাংশ। ২ বছরের ক্ষেত্রে আগে ছিল ৮.৭৫ শতাংশ এখন বেড়ে হয়েছে ৮.৮৫ শতাংশ। ৩ বছরের ক্ষেত্রে আগে সর্বনিম্ন সুদের হার ছিল ৮.৮৫ শতাংশ এখন বেড়ে হয়েছে ৮.৯৫ শতাংশ।

গাড়ি-বাড়ি কেনার সময় একটু বেশি পরিমাণ অর্থ লোন হিসেবে নিতে হয়। তাই লোন পরিশোধ করার মেয়াদও বেশি নির্ধারণ করে থাকে আবেদনকারীরা। বর্ধিত এমসিএলআর অনুযায়ী, এসবিআই থেকে গৃহঋণ (SBI Home Loan) বা ওই জাতীয় যে কোন ঋণের ক্ষেত্রে সুদের হার দাঁড়াতে পারে ৮.৬৫ শতাংশ থেকে ৮.৯৫ শতাংশের মধ্যে। এর উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে মাসিক ইএমআই এর পরিমাণ। সম্প্রতি আরো একটি খবর প্রকাশ্যে এসেছে। এসবিআই ব্যবসা বাড়ানোর জন্য ব্যাংকের পক্ষ থেকে ১০০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৮৩০ কোটি টাকা।

Advertisements