কত আধাসেনা মোতায়েন হতে পারে বিধানসভা নির্বাচনে, কি চাইছে কমিশন

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পাশাপাশি রয়েছে দেশের আরও চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন। তবে নির্বাচন কমিশনকে সবথেকে বেশী ভাবাচ্ছে বাংলার ভোট। ইতিমধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব অজয় ভল্লার সাথে বৈঠক সেরে ফেলেছেন নির্বাচন কমিশন কর্তারা। আবার গতকাল রাতেই কলকাতায় পা রেখেছেন নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এমত অবস্থায় সাধারণ ভোটারদের কাছে একটাই প্রশ্ন, নিরাপত্তার খাতিরে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় কত আধাসেনা মোতায়েন করা হতে পারে?

Advertisements

Advertisements

স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব অজয় ভল্লার সাথে বৈঠকে নির্বাচন কমিশনের কর্তারা জানতে চান পাঁচ রাজ্যের ভোটের স্বরাষ্ট্র দপ্তর কত আধাসেনা সরবরাহ করতে সক্ষম। আর এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র দপ্তর পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলে সূত্রের খবর। আর এর পাশাপাশি এটাও জানা গিয়েছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় লোকসভা ভোটের থেকেও বেশি সংখ্যক আধাসেনা মোতায়েন করতে পারে। কারণ এমনটাই চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কিন্তু সংখ্যাটা কত?

Advertisements

আগামী দিনে যে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ সবথেকে বড়। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিক অশান্তির জুড়ি মেলা ভার। আর এই সকল কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের তরফ থেকে কেবলমাত্র বাংলার নির্বাচনের জন্য ৮০০ কোম্পানি আধাসেনা মোতায়েন করার দাবি করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সংখ্যাটা গত লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি। কারণ গত লোকসভা নির্বাচনে ৭৪৯ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছিল। তবে এখন দেখার বিষয় আগামী দিনে এই সংখ্যাটা কমে না বাড়ে।

অন্যদিকে বুধবার ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সাথে একটি বৈঠক সারবেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু বলে জানা যাচ্ছে।

Advertisements